promotional_ad

কোচের সঙ্গে সাকিবের ভাবনার বিস্তর তফাৎ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের আগে আইপিএল খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। টিম কম্বিনেশনের কারণে সানরাইজার্স হায়দরাবাদের একাদশে জায়গা না পেয়ে বসে থাকেননি বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডার। 


নিজেকে প্রস্তুত করেছেন বিশ্বকাপের জন্য। বিশ্ব মঞ্চে লড়াইয়ের আগে তাঁকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও সাকিবের কাছে কখনও মনে হয়নি যে তাঁকে প্রমাণ করতে হবে। 


এবারের বিশ্বকাপে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আলো ছড়াচ্ছেন সাকিব। এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান বাঁহাতি এই অলরাউন্ডার। বল হাতে নিয়েছেন ১০ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০০ রান এবং ৩০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।



promotional_ad

এ ছাড়া যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পঞ্চাশোর্ধ রান এবং ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন বাংলাদেশ প্রাণভোমরা। সাকিব এখন পর্যন্ত ৩টি হাফ সেঞ্চুরি এবং ২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন বিশ্বকাপে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচে টাইগারদের জয়ের নায়ক ছিলেন এই অলরাউন্ডার। 


সাকিব বলেন, 'আমি নিজেকে প্রস্তুত করেছি, তবে আমি কখনোই মনে করিনি যে নিজেকে প্রমাণ করতে হবে। আমার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতির জন্য আমি সবকিছু করেছি বিশ্বকাপ শুরু হওয়ার আগে। আর সৌভাগ্যবশত এটি আমাকে অনেক সাহায্য করছে। 


'আমি আসলে আমার পারফর্মেন্সকে একেবারেই  র‍্যাঙ্ক করি না। তবে এটি অনেক সন্তোষজনক যখন আমি বল এবং ব্যাট হাতে অবদান রাখতে পারি। এক সেক্টরে অবদান রাখার বদলে দুই সেক্টরে অবদান রাখায় আমি বেশি সন্তুষ্ট।' 


সাকিব এভাবে বললেও বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডস বলেছিলেন ভিন্ন কথা। কারণ বিশ্বকাপ শুরুর আগে রোডস জানিয়েছিলেন এই বিশ্বকাপে সাকিবের বেশ কিছু প্রমাণ করার আছে।



রোডস বলেছিলেন, 'আমার মনে হয়, তাঁর কিছু প্রমাণ করার আছে। আমার ধারণা, সে নিজেও এরকমই ভাবছে। আইপিএলে কিছু ম্যাচে সুযোগ পায়নি, হয়তো একটু আড়ালে পড়ে গেছে।  এখন সে ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আবার শীর্ষে উঠেছে, যেটা তারই জায়গা বলে আমরা মনে করি। সবাই যেন তা মনে করে, সেটি প্রমাণ করার আছে সাকিবের।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball