নতুন ওপেনিং জুটিতে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচটিতে টসে জিতে মাশরাফিবাহিনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগান দলপতি গুলবাদিন নাইব।
নতুন উদ্বোধনী জুটিঃ

৫ ম্যাচে তামিম ইকবাল এবং সৌম্য সরকার ওপেনিং পজিশনের দায়িত্ব সামাল দিলেও এই ম্যাচে নতুন জুটি পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তান স্পিনারদের সামাল দিতে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথা মাথায় রেখে তামিমের সঙ্গে ওপেন করেছেন লিটন দাস।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ৮/০ (১ ওভার)