বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ৩১তম ম্যাচে কিছুক্ষণ পর আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। সাউদাম্পটনের রোজ বোলে বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
৬টি ম্যাচ হেরে ইতোমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে আফগানিস্তানের। উল্টো চিত্র বাংলাদেশ শিবিরে। তাঁদের কাছে এই ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই মাশরাফিবাহিনীর সামনে। তাই বাংলাদেশের কাছে ম্যাচটির গুরুত্ব অনেক বেশি।
ইতোমধ্যে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন আফগানিস্তান দলপতি গুলবাদিন নাইব।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজম্যান্ট। একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশের একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।