promotional_ad

বাংলাদেশকে হারাতে ঘাম ঝরাতে হবে: সিমন্স

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে আফগানিস্তানের। ৬ ম্যাচের ৬টিতে হারলেও নিজেদের শেষ ম্যাচগুলোতে ভালো কিছু করে দেখাতে চায় তারা। 


সোমবার বাংলাদেশের বিপক্ষে সেই লক্ষ্যেই মাঠে নামবেন মোহাম্মদ নবি-রশিদ খানরা। প্রথম জয়ের খোঁজে থাকা দলটির কোচ ফিল সিমন্স অবশ্য মনে করছেন, বাংলাদেশকে হারাতে হলে ঘাম ঝরাতে হবে তাঁদের।



promotional_ad

সম্প্রতি সময়ে ভালো ফর্মে থাকায় বাংলাদেশকে তাই হালকা ভাবে নিতে চাইছে না আফগানরা। তবে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে জয় এই ম্যাচে আত্মবিশ্বাস দিচ্ছে গুলবাদিন নাইবদের। সিমন্স বলেন,


'তাদের বেশ কয়েকটি খেলা দেখেছি আমি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রান তাড়াটাও দেখেছি। তারা এখন অনেক ভালো মানের ক্রিকেট খেলছে, বিশেষ করে ২০১৫ সালের বিশ্বকাপের পর।


সেই বিশ্বকাপের অনেক খেলোয়াড় এই দলেও আছে। তারা অবশ্যই আত্মবিশ্বাসী থাকবে তাই। তাদেরকে হারাতে কঠিন হবে, ঘাম ঝরাতে হবে আমাদের।'



বিশ্বকাপে টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। সোমবার সেখানকার স্থানীয় সময় বিকেল সাড়ে দশটায় মাঠে গড়াবে এই ম্যাচটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball