শিরোপা ছুঁতে পাঁচ জয় প্রয়োজন বাংলাদেশেরঃ রোডস

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস মনে করেন, বিশ্বকাপের শিরোপা ছুঁতে পাঁচ জয় প্রয়োজন তাঁর দলের। বিশ্বকাপে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে আছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জিততে হবে হাতে থাকা গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচ, ভালোই জানা ইংলিশম্যান রোডসের।
২০১৮ সালের এশিয়া কাপে শিরোপা থেকে এক কদম দূরে ছিল বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে সেই ভুল করতে নারাজ রোডস। জিততে চান গ্রুপ পর্বের হাতে থাকা সবগুলো ম্যাচ। এরপর সেমিফাইনাল এবং ফাইনাল খেলে শিরোপা ঘরে তুলতে চাইছেন তিনি।

'অবশ্যই, আমি এশিয়া কাপের সেই অভিজ্ঞতা নিয়ে কাজ করছি। অসাধারণ একটি মুহূর্ত ছিল এবং আমরা প্রায় লক্ষ্যে পৌঁছে গিয়েছিলাম। আমরা ফাইনাল জিতেই নিয়েছিলাম শেষ বলে। বাংলাদেশ কেমন আমরা সবাই দেখেছি। যদি আমাদের এই জায়গা থেকে বের হতে হয় তাহলে আসন্ন ম্যাচগুলো জিততে হবে। আমাদের শুধু মাত্র পাঁচটি ম্যাচ জেতা প্রয়োজন বিশ্বকাপ জেতার জন্য।'
এর জন্য একটি করে ম্যাচে নজর দিচ্ছেন রোডস। দলকে সেভাবেই প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আগামীকাল (২০ জুন) আফগানিস্তানের ম্যাচ দিয়ে জয়ের ধারা শুরু করতে চায় বাংলাদেশ। এরপর ভারত এবং পাকিস্তানকে হারাতে চায় দলটি।
সেমিফাইনালের পথ সহজ নয়, জানেন রোডস। এশিয়া কাপে বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল আফগানরা। প্রথম দেখায় বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল ১৩৬ রানের বিশাল ব্যবধানে। দ্বিতীয় দেখায় বাংলাদেশের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল আফগানরা। তাই কালকের ম্যাচটি যে কঠিন হতে চলছে বাংলাদেশের জন্য, আগেই টের পাচ্ছেন রোডস।
'সবগুলো ম্যাচকে নকআউট হিসেবে ভাবতে হবে। অবশ্যই এটা সহজ নয়। আমাদের একটি একটি করে ম্যাচ পার হতে হবে। প্রথম চ্যালেঞ্জ আফগানিস্তান। এরপরের ম্যাচে আমরা দৃষ্টি দিচ্ছি না। আফগানিস্তান কঠিন দল। তাদের ভালো কিছু ক্রিকেটার রয়েছে।
তারা ভারতের বিপক্ষে দারুণ লড়াই করেছে। আমরা তাদের সম্মান করছি। তারা বিশ্বকাপে আমাদেরকে পেছনে ফেলে দিয়েছিল। ভাগ্যক্রমে আমরা পরের ম্যাচে জিতেছি। আমরা জানি কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু আমরা ভীত নই। আমরা ভালো ক্রিকেট খেলছি কিন্তু যদি আমরা একটার পর একটা ম্যাচ জিতি কে জানে কি হয়?'