বাবর হবেন পাকিস্তানের কোহলি!

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান বাবর আজমকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তাঁর প্রত্যাশা বাবর একদিন বিরাট কোহলির মাপের খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলবেন।
বিশ্বকাপে এখন পর্যন্ত বাবরের কাছ থেকে শত রানের ইনিংস পায়নি পাকিস্তান। টপ অর্ডার ব্যাটসম্যান হয়েও দুঃসময়ে দলকে পথ দেখাতে পারনেনি তিনি। বাবরসহ টপ অর্ডারের এই ব্যর্থতা প্রভাব ফেলছে দলের স্কোরকার্ডেও।

দলের এই অবস্থা কাটিয়ে উঠতে বাবরের কাছ থেকে বড় ইনিংস আশা করছেন আফ্রিদি। যা তাঁকে কোহলির মতো বড় মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলে বিশ্বাস করেন ওয়ানডেতে ৩৯৫ উইকেট শিকার করা এই লেগ স্পিনার।
তিনি বলেন,‘৫০-৬০ রানের ইনিংসগুলো তাকে বড় মাপের খেলোয়াড় বানাবে না। পাকিস্তান ক্রিকেটের জন্য এ রান খুব উপকারেও আসবে না। ওর বড় ইনিংস খেলতে হবে, যেমনটা ভারতীয় ব্যাটসম্যানরা খেলে। যখনই সে খেলে বড় ইনিংস খেলতে হবে।
তবে এটা নির্ভর করে ব্যাটিংয়ের সময় ওর মানসিক অবস্থা এবং কেমন কোচিং করানো হচ্ছে সেটার ওপর। আমি আশা করি একদিন বাবর আজম খুব বড় মাপের খেলোয়াড় হবেন, যেমনটা বিরাট কোহলি।’
ক্রিকেট বিশ্বে অনেকেই কোহলির সঙ্গে বাবরের তুলনা করে থাকেন। বাবর অবশ্য বিষয়টির সঙ্গে একমত নন। পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান মনে করেন, কোহলির মতো ব্যাটসম্যান হতে হলে তাঁকে আরও পথ পাড়ি দিতে হবে।