promotional_ad

মালিক-হাফিজকে বাদ দেয়ার পক্ষে নাসের হুসাইন

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান দলকে পেছনে ফিরে তাকাতে বারণ করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসাইন। প্রয়োজন হলে, দুই অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজকে বাদ দিয়ে তরুণদের প্রতি গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও একই কন্ডিশনে বিশ্বকাপে দল হিসেবে ভালো পারফর্ম করছে না পাকিস্তান। এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয় পাওয়া দলটির সেমিফাইনালে জায়গা করে নেয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।



promotional_ad

দুই সিনিয়র ক্রিকেটার হাফিজ এবং মালিকের কাছ থেকেও সেরাটা পাচ্ছে না পাকিস্তান। তাই বাজে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে তরুণদের উপর পাকিস্তান বোর্ডকে নির্ভরশীল হতে বলেছেন নাসের।


তিনি বলেন, 'বার বার পিছনে ফিরে তাকানোর দরকার নেই পাকিস্তানের। তাঁরা ঘুরে ফিরে বার বার শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজের দিকে যাচ্ছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে তরুণদের নিয়ে দল বানাও।' 


বাজে ফর্মের কারণে খারাপ সময় পার করতে হচ্ছে অভিজ্ঞ শোয়েব মালিককে। ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। যেকারণে তাঁদের পরবর্তী ম্যাচগুলোতে একাদশের বাইরে রাখার পরামর্শ দিয়েছেন ক্রিকেট বোদ্ধারা।



ইংল্যান্ডের বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখলেও শেষ দুই ম্যাচের পারফর্মেন্সে সমালোচনার মুখে পড়তে হয়েছে মোহাম্মদ হাফিজকেও। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের বাঁচা-মরার ম্যাচে এই দুইজনকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball