বোর্ড বা অধিনায়কের জন্য খেলি নাঃ রশিদ

ছবি: ছবি - আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়ক বা বোর্ডের জন্য ক্রিকেট খেলেন না আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ২২ গজের মধ্যে লড়াইটা শুধু দেশের জন্য করেন তিনি।
লেগ স্পিন দিয়ে বিগত কয়েকবছর ধরে ক্রিকেট বিশ্বে রাজত্ব করে আসা রশিদের বিশ্বকাপটা ভালো কাটেনি এখন পর্যন্ত। ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে ১০০'র উপর রান খরচ করে লজ্জায় ডুবতে হয়েছে তাঁকে।

দল হিসেবে আফগানিস্তানের পারফর্মেন্স হতাশাজনক। নতুন অধিনায়ক গুলবাদিন নাইবের অধীনে দলগত পারফর্মেন্স হতাশা জনক। দলের এমন বাজে অবস্থাতেও অধিনায়ককে শতভাগ সাহায্য করার চেষ্টা করেন রশিদ।
তিনি বলেন, 'আমি অধিনায়ক গুলবাদিন নাইব বা দেশের বোর্ডের জন্য খেলিনা। আমি লড়াই করি দেশের পতাকার জন্য, দেশের জন্য। আমি এটাই করতে থাকবো। আমার কাজ এটাই।
আমার এবং নাইবের মধ্যে কোন সমস্যা নেই। অধিনায়ককে পূর্ণ সমর্থন দেয়ার চেষ্টা করি সবসময়। আজগরের ক্ষেত্রেও একই কাজ করতাম। আজগরকে পঞ্চাশ ভাগ সাপোর্ট দিলে নাইবকে শতভাগ দেই।'
বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছে আফগানিস্তান। ০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নীচে আছে দলটি। প্রথম জয়ের লক্ষ্যে শনিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে দলটি।