লক্ষ্য অটুট থাকায় জিতেছিঃ মালিঙ্গা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জমিয়ে তুলেছে শ্রীলংকা। লঙ্কানদের জয়ের পেছনে এদিন মূল নায়ক ছিলেন পেসার লাসিথ মালিঙ্গা। ম্যাচ শেষে জানিয়েছেন, দলের লক্ষ্য অটুট থাকার কারণেই এই জয় এসেছে।
এদিন ইংলিশদের জয়ের জন্য মাত্র ২৩৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল শ্রীলংকা। বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে মরগান-রুটদের আসমান থেকে মাটিতে নামিয়ে আনেন মালিঙ্গা। পুরো ম্যাচ জুড়েই তাঁদের পরিকল্পনা ছিল প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখার।

মালিঙ্গা বলেন,‘আমরা আমাদের লক্ষ্যে স্থির ছিলাম, নিশ্চিত করতে চেয়েছি যাতে সে (স্টোকস) ডট বল দেয় এবং নিজের ওপর চাপ তৈরি করে।
আমাদের পরিকল্পনা ছিল লাইন-লেন্থ ঠিক রেখে স্লোয়ার ও বাউন্সার দেওয়া। ম্যাচ জিতে আমরা আত্মবিশ্বাসী, আর নিজেদের ওপর বিশ্বাসও আছে।’
লঙ্কানদের জয়ের মূল নায়ক মালিঙ্গা হলেও পুরো কৃতিত্ব নিজের উপর নেননি এই লঙ্কান। দলের সকলের চেষ্টায় এমন জয় এসেছে বলে জানিয়েছেন তিনি,
‘খুব ক্লোজ ম্যাচ ছিল। কখনও আমরা চাপে ছিলাম, কখনও আবার আমরাই প্রভাব বিস্তার করেছি। দিন শেষে এই জয় দলীয় পারফরম্যান্সের, সেটা যেমন বোলার-ব্যাটসম্যানের, তেমনি ফিল্ডারের।’
শ্রীলংকার এই জয় কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে টেবিলের নীচের দিকে থাকা দলগুলোকে। উল্টো চিত্র ইংল্যান্ডের জন্য, সেমিফাইনালে যেতে এখন কঠিন বাঁধা অপেক্ষা করছে ইয়ন মরগানদের।