সাকিব থাকলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তোঃ শোয়েব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ডার সাকিব আল হাসান আউট না হলে ম্যাচ জিতেই মাঠ ছাড়তো বাংলাদেশ। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার এমনটাই মনে করেন।
চলতি বিশ্বকাপে ৪২৫ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

১০০ স্ট্রাইক রেটে ব্যাট করা সাকিব ৪১ বলে ৪১ রান করার পর পেসার মার্কাস স্টয়নিসের বলে হাফ শট খেলে ক্যাচ তুলে দেন। তাঁর আউটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে মনে করছেন শোয়েব।
পকিস্তানের সাবেক এই গতি তারকা বলেন, 'বাংলাদেশ এখন ৩০০-৩৫০ রান তাড়া করার ক্ষমতা রাখে। সাকিব যদি থাকতো, তাহলে ম্যাচ জিতেই মাঠ ছাড়তো বাংলাদেশ। দলের সবাই জানে তাদের কোন ভূমিকা পালন করতে হবে।
সাকিব মাঠে নেমেছিল ম্যাচ জেতার মানসিকতা নিয়েই। তার সঙ্গে কারো বড় একটি পার্টনারশিপ লেগে গেলে অস্ট্রেলিয়া বিপদে পড়ে যেত। ওইদিন তারা ৮ ওভার আগে ম্যাচ শেষ করে দিয়েছিল।'
বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিতলে পথ সহজ হতো বাংলাদেশের। শেষ পর্যন্ত মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে ৪৮ রানের হেরে যায় মাশরাফিবাহিনী। এই ম্যাচ হারে সেমিফাইনালের পথটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য।
এবারের বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন সাকিব। পর পর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর টানা দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অলরাউন্ডার।