promotional_ad

সাকিব থাকলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তোঃ শোয়েব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ডার সাকিব আল হাসান আউট না হলে ম্যাচ জিতেই মাঠ ছাড়তো বাংলাদেশ। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার এমনটাই মনে করেন।


চলতি বিশ্বকাপে ৪২৫ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।



promotional_ad

১০০ স্ট্রাইক রেটে ব্যাট করা সাকিব ৪১ বলে ৪১ রান করার পর পেসার মার্কাস স্টয়নিসের বলে হাফ শট খেলে ক্যাচ তুলে দেন। তাঁর আউটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে মনে করছেন শোয়েব।


পকিস্তানের সাবেক এই গতি তারকা বলেন, 'বাংলাদেশ এখন ৩০০-৩৫০ রান তাড়া করার ক্ষমতা রাখে। সাকিব যদি থাকতো, তাহলে ম্যাচ জিতেই মাঠ ছাড়তো বাংলাদেশ। দলের সবাই জানে তাদের কোন ভূমিকা পালন করতে হবে।


সাকিব মাঠে নেমেছিল ম্যাচ জেতার মানসিকতা নিয়েই। তার সঙ্গে কারো বড় একটি পার্টনারশিপ লেগে গেলে অস্ট্রেলিয়া বিপদে পড়ে যেত। ওইদিন তারা ৮ ওভার আগে ম্যাচ শেষ করে দিয়েছিল।'



বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিতলে পথ সহজ হতো বাংলাদেশের। শেষ পর্যন্ত মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে ৪৮ রানের হেরে যায় মাশরাফিবাহিনী। এই ম্যাচ হারে সেমিফাইনালের পথটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। 


এবারের বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন সাকিব। পর পর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর টানা দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অলরাউন্ডার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball