হারলেও মন জয় করেছে বাংলাদেশঃ রমিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয় নিয়ে মাঠ ছাড়লেও হৃদয় জয় করার মত পারফর্মেন্স করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দেয়া ৩৮২ রানের লক্ষ্যে মুশফিক-রিয়াদরা যেভাবে ব্যাটিং করেছেন তাতে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটার ধারাভাষ্যকার রমিজ রাজা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু মানসিকতা দেখিয়েও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ দল। বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অ্যারন ফিঞ্চের দলের কাছে ৪৮ রানে হেরেছে টাইগাররা।

৩৮২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রানের পুঁজি পায় মাশরাফি বিন মুর্তজার দল। ম্যাচের কোথাও হাল ছাড়েনি বাংলাদেশ, তাদের রান তাড়ার সামর্থ্য মনে ধরেছে রমিজের।
রমিজের ভাষ্য, 'অনেক বড় রান তাড়া করেছে বাংলাদেশ, দারুণ ব্যাটিং করেছে। তাঁদেরকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। কোন যায়গায় হাল ছেড়ে দেয়নি দলটি। তাঁরা বিশ্বাস রেখেছে নিজেদের মধ্যে, সেটাই ব্যাটিংয়ে সময় দেখা গিয়েছে।
তাঁরা নিজেদের উপর অনেক বিশ্বাস রেখে খেলে, সমর্থকদের আস্থার প্রতিদান দিতে চায়। সমর্থকরা তাঁদের কাছে এটাই চায় যেন শেষ পর্যন্ত লড়াই করে যেকোনো দল। মন জয় করেছে তাঁরা।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে হারে বাংলাদেশের জন্য সেমিফাইনালের পথটা অনেক কঠিন হয়ে গিয়েছে। হাতে থাকা ৩টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে, সঙ্গে নজর রাখতে হবে বাকি দলগুলোর ম্যাচের ফলাফলের উপরেও।