বাংলাদেশ পরিচিতই ছিল ওয়ার্নারের কাছে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে অনবদ্য ১৬৬ রানের ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের পাত্তাই দেননি এই ওপেনার। ম্যাচ শেষে জানিয়েছেন, মাঠের মধ্যে বাংলাদেশকে অপরিচিত মনে হয়নি তাঁর।
২০১১ সালের পর ওয়ানডে ফরম্যাটে মাত্র দুইবার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি বৃষ্টিতে পন্ড হলেও এবার দীর্ঘদিন পূর্ণাঙ্গ ম্যাচে লড়েছে দুই দল। এছাড়া বাংলাদেশে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া।

গেল বাংলাদেশ প্রিমিয়ার লীগে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছেন কয়েকটি ম্যাচ। বাকিদলগুলোর তুলনায় তাই বাংলাদেশের বোলাররা একটু কম পরিচিত ওয়ার্নারের কাছে। কিন্তু তারপরও তিনি যাবে সামলে নিয়ে ইনিংস লম্বা করেছেন তা প্রশংসনীয় বটে।
'বিগত এক বছরে আমরা অনেক বেশী ক্রিকেট খেলেছি, বিভিন্ন ধরনের খেলোয়াড়ের বিপক্ষে। এর মধ্যে বাংলাদেশের খেলোয়াড়রাও অন্তর্ভুক্ত।
তাঁরা আগে থেকেই আমার কাছে পরিচিত ছিল। এটাই এখনকার দিনের ক্রিকেটের বড় সুবিধা, আমার কাছে বিষয়টি খুবই সাধারণ এখন।' ওয়ার্নার বলেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। পাহাড় সমান লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩৩ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি বিন মর্তুজার দল।
ম্যাচে হারের ফলে বাংলাদেশের জন্য সেমিফাইনালের পথটা অনেক কঠিন হয়ে গিয়েছে। হাতে থাকা ৩টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে, সঙ্গে নজর রাখতে হবে বাকি দলগুলোর ম্যাচের ফলাফলের উপরেও।