এমন হারেও গর্ব করতে পারে বাংলাদেশঃ হার্শা ভোগলে

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তবে এমন হারেও বাংলাদেশ গর্ব করতে পারে বলে জানিয়েছেন ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
এই ম্যাচের পর বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেট বোদ্ধারা। হার্শা ভোগলেও সেই দলের একজন। শেষ পর্যন্ত লড়াই করার জন্য বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

একটি টুইটে হার্শা বলেছেন, 'দারুণ খেলেছে বাংলাদেশ, উদ্দীপনাময় রান তাড়া করেছে তারা। নিজেদের পারফর্মেন্সে গর্ব করতেই পারে দলটি। অস্ট্রেলিয়া একটু বেশি শক্তিশালি ছিল তাদের জন্য।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়লেও ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ গড়তে সক্ষম হয়েছে বাংলাদেশ।
৩৮৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৩৩ রান তোলে মাশরাফি বিন মুর্তজার দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হারে বাংলাদেশের জন্য সেমিফাইনালের পথটা অনেক কঠিন হয়ে গেল। শেষ চারে যেতে হাতে থাকা ৩টি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে, সঙ্গে নজর রাখতে হবে বাকি দলগুলোর ম্যাচের ফলাফলের ওপরও।