বাংলাদেশকে দেখে শিক্ষা নিক সবাইঃ শোয়েব

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু মানসিকতা দেখিয়েও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ দল। বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আরন ফিঞ্চের দলের কাছে ৪৮ রানে হেরেছে টাইগাররা।
ম্যাচ হারলেও বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেট বোদ্ধারা। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার নিজের টুইটারের পাতায় বাংলাদেশকে শেষ পর্যন্ত লড়াই করার জন্য প্রশংসায় ভাসিয়েছেন।

বড় রান তাড়া করার ক্ষেত্রে বাংলাদেশকে দেখে সবার শিক্ষা নেয়া উচিৎ বলে মনে করছেন তিনি। এর আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২১ রান তাড়া করেছিল মাশরাফিরা।
'দারুণ লড়াকু মানসিকতা দেখিয়েছে বাংলাদেশ। শেষের দিকে তাঁদের দলের বোলাররা বাড়তি কিছু রান দিয়েছে ঠিকই।
তা না হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। কিভাবে রান তাড়া করতে হয় সবার বাংলাদেশকে দেখে শিক্ষা নেয়া উচিৎ'। শোয়েব বলেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়লেও ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল।
৩৮৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রানের পুঁজি পায় মাশরাফি বিন মুর্তজার দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে হারে বাংলাদেশের জন্য সেমিফাইনালের পথটা অনেক কঠিন হয়ে গিয়েছে। হাতে থাকা ৩টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে, সঙ্গে নজর রাখতে হবে বাকি দলগুলোর ম্যাচের ফলাফলের উপরেও।