বিশ্বকাপে 'স্পিরিট অফ ক্রিকেট' পুরস্কার জিতুক বাংলাদেশঃ আমলা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপে ক্রিকেট উদ্দীপনার পুরস্কার বাংলাদেশকে দিতে চান দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। নিজের ফেসবুক পাতায় এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। পাহাড় সমান লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩৩ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি বিন মর্তুজার দল।

বাংলাদেশ দলের এমন পারফর্মেন্সের পর সাকিব-তামিমদের প্রশংসায় ভাসিয়েছেন আমলা। তিনি লিখেছেন, 'অসাধারণ খেলেছ বাংলাদেশ। তোমাদেরকে বিশ্বকাপে ক্রিকেটের উদ্দীপনার পুরস্কার দেয়া উচিৎ। শেষ পর্যন্ত লড়াই করেছ তোমরা।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়লেও ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল।
৩৮৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রানের পুঁজি পায় মাশরাফি বিন মুর্তজার দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে হারে বাংলাদেশের জন্য সেমিফাইনালের পথটা অনেক কঠিন হয়ে গিয়েছে। হাতে থাকা ৩টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে, সঙ্গে নজর রাখতে হবে বাকি দলগুলোর ম্যাচের ফলাফলের উপরেও।