promotional_ad

হেরেও দলীয় রেকর্ড গড়ল বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়লেও ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল। ৩৮৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রানের পুঁজি পায় মাশরাফি বিন মুর্তজার দল। 


ডেভিড ওয়ার্নারের অনবদ্য ১৬৬ রানের উপর ভর করে এদিন প্রথমে ব্যাট করে ৩৮২ রানের পুঁজি স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় অ্যারন ফিঞ্চের দল। সেই লক্ষ্যে খেলতে নেমে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৩৩৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। 



promotional_ad

এর আগে চলতি বিশ্বকাপেই সর্বোচ্চ দলীয় পুঁজি পেয়েছিল তামিম-সাকিবরা। ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের পুঁজি পেয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল।


এর আগে ২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান করেছিল বাংলাদেশ। ২০১৪ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ৩২৬ রান স্কোরবোর্ডে তুলেছিল বাংলাদেশ।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ??র আগের ম্যাচে সর্বোচ্চ দলীয় রান তাড়া করার রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৪১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২২ রানের লক্ষ্যে অনায়েসে পৌঁছে গিয়েছিল মাশরাফি বাহিনী।



অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে হারে বাংলাদেশের জন্য সেমিফাইনালের পথটা অনেক কঠিন হয়ে গিয়েছে। হাতে থাকা ৩টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে, সঙ্গে নজর রাখতে হবে বাকি দলগুলোর ম্যাচের ফলাফলের উপরেও।    



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball