কোনো অজুহাত নেই ওয়েস্ট ইন্ডিজের কাছে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারের জন্য কোনো অজুহাত দিতে চান না ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ রডি ইস্টউইক। দ্রুত ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবিয়ানরা, এই মুহূর্তে কারো উপর দোষ চাপাতে নারাজ তিনি।
মাশরাফি বিন মর্তুজার দলের কাছে হারলেও সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায়নি জেসন হোল্ডারদের। বাকি চার ম্যাচে জয় পেলে বেঁচে থাকবে আশা সেমিফাইনালের আশা। তবে তাদেরকে চোখ রাখতে হবে বাকি দলগুলোর ম্যাচের ওপর।

বাংলাদেশের বিপক্ষে ৩২১ রান তুলেও ম্যাচ জিততে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সবার মাঝে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে বলে মনে করছেন ইষ্টউইক।
তিনি বলেন, 'আমরা এমন এক পরিস্থিতিতে আছি, যেখানে দাঁড়িয়ে আগের ম্যাচ নিয়ে কোনো অজুহাত দিতে চাই না। ভালো খেলিনি, তাই হেরেছি। এটাই সত্যি। আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। হাতে এখনও চারটি ম্যাচ আছে।
গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে কাউকে দোষারোপ করে আত্মবিশ্বাস কমিয়ে দিতে চাই না। সবার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ভালো দলের পরিচয় এটাই। কোনো অজুহাত খুঁজতে চাচ্ছি না।'
চলতি বিশ্বকাপে ৩টি ম্যাচে হারের মুখ দেখেছে জেসন হোল্ডারের দল। যদিও আসরের শুরুটা দারুণ করেছিল তাঁরা। পাকিস্তানকে লজ্জাজনকভাবে হারালেও পরবর্তীতে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ক্যারিবীয়রা।