ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন মরগান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সব থেকে বেশী ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের ওয়ানডে দলপতি ইয়ন মরগান। আফগানিস্তানের বিপক্ষে বুধবার একাই ১৭ ছক্কা হাঁকিয়েছেন তিনি।
যার মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের ১৬ ছক্কার রেকর্ডকে। বিশ্বরেকর্ড গড়ার দিন ১৪৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন এই ইংলিশ দলপতি।

তাঁর ১৪৮ রানের ইনিংসের সুবাদে আফগানদের ৩৯৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। জো রুট দলের পক্ষে করেন ৮৮ রান।
এর আগে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানের ইনিংস খেলার দিন ১৬ ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের রোহিত শর্মা। রোহিতের পর আছেন ডি ভিলিয়ার্স।
২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি হাঁকানোর দিন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি একই সমান ছক্কা হাঁকিয়েছিলেন।
একই বছর বিশ্বকাপে ক্যারিবিয়ান হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইল জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২১৫ রানের ইনিংস খেলার সময় হাঁকিয়েছিলেন ১৬টি ছক্কা।