promotional_ad

মানসিক শক্তি ও সাহসকে অস্ত্র বানিয়েছেন সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


মানসিক শক্তি এবং সাহসকে অস্ত্র বানিয়ে সাফল্য পেয়েছেন সাকিব আল হাসান। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন ফিটনেসের থেকেও তাঁকে বেশি সাহায্য করেছে মানসিক শক্তি।  


ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেয়া বিশাল লক্ষ্যে খেলতে নেমে ৫২ রানের মাথায় যখন সৌম্য সরকারের উইকেটটি হারিয়ে বসেছিল বাংলাদেশ তখন ক্রিজে নেমেছিলেন সাকিব। এরপর দারুণ ব্যাটিং করে নিজের ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন তিনি। ম্যাচ শেষে সাকিব বলেছেন, 



promotional_ad

'এখানে মাইন্ডসেট অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে এমন লেভেলে এসে, এমন পরিস্থিতি এবং পরিবেশে মানসিক শক্তিটাই সবথেকে বেশি কাজ করে। ফিটনেসটা ভালো থাকলে যেটি হয় যে সেটি আপনাকে সাহায্য করে। তবে আল্টিমেটলি মানসিক শক্তি বা যত বেশি শক্ত থাকা যায় এখানে, যত বেশি সাহস রাখা যায় আমার কাছে মনে হয় সেই জিনিসগুলো ব্যাটিং কিংবা বোলিং করেন সে সময় সাহায্য করে।'


ভালো খেলার ব্যাপারে নিজের সাথেই প্রতিযোগিতা করতে চান সাকিব। আর সেই কারণে জয়ের প্রত্যয় নিয়ে খেলতে নামেন তিনি বারংবার। সর্বদা সফলতা না পেলেও নিজের লক্ষ্যে অটুট থাকাকে বড় করে দেখেন টাইগার অলরাউন্ডার। সাকিবের ভাষায়,  


'আসলে যুদ্ধটা হয় নিজের সাথে নিজের। নিজে যদি কেউ হেরে যায় ভেতরে তাহলে আসলে তাঁর জেতার সম্ভাবনাটা থাকে না। নিজে যদি মন থেকে বলে যে সবসময় আমি জিতছি, হয়তো সবসময় হবে না তবে বেশিরভাগ সময় হওয়ার সম্ভাবনা থাকে।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball