সাফল্যের ভাগ কোচিং স্টাফদেরও দিচ্ছেন সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয়ের কৃতিত্ব কোচিং স্টাফদেরকেও দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন ড্রেসিং রুমে একটি বন্ধুত্বপূর্ণ পরিবশ রক্ষায় বড় ভূমিকা রাখেন কোচিং স্টাফরা।
এই কারণে ক্রিকেটারদের মাঝেও আর জড়তা কাজ করে না আগের মতন। বিশেষ করে বাড়তি চাপ মাথায় নেয়ার ব্যাপারটি দূর করার জন্য কোচিং স্টাফরা যথেষ্ট সাহায্য করেছে বলে জানিয়েছেন সাকিব। ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেয়া সাকিব ম্যাচ শেষে বলেছেন,

'আগে যেটি হতো যে আমরা ড্রেসিং রুমে প্যানিক করে ফেলতাম। এটা অনেক বড় সমস্যা ছিল। এখন যেটি ভালো ব্যাপার হচ্ছে যে কোচিং স্টাফরা এত শান্ত থাকে যে আমাদের আসলে প্যানিক হওয়ার সুযোগটি আসে না। যখন আমরা দেখি যে কেউ রেডিও শুনছে বা গল্প করছে, কোনো স্টেজেই মনে হয় না যে ওরা কোনোভাবে টেনশন নিচ্ছে।'
চাপ মাথায় নেয়া কিংবা দুশ্চিন্তায় থাকার বিষয়কে অনেকটা ছোঁয়াচে হিসেবে আখ্যা দিয়েছেন সাকিব। তাঁর ভাষ্যমতে, 'এটি অনেকটা ছোঁয়াচে জিনিসের মতো। একজন একটু প্যানিক করলে সাথে আরেকজনও শুরু করে। তো ওরা এই বিষয়টি ড্রেসিংরুমে দেয়ার চেষ্টা করছে এবং আমার কাছে মনে হয় এটি অনেক বড় একটি কারণ আমাদের এরকমভাবে রান তাড়া করার।'
উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে যেভাবে বেশ হেসেখেলেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৭ উইকেটের এই জয়ে টাইগাররা উঠে এসেছে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে।