পাঁচ নম্বর পজিশন আমার জন্য নয়ঃ সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাঁচ নম্বরে নয়, তিন নম্বরে ব্যাটিং করাটাই বেশি পছন্দ করেন সাকিব আল হাসান। তিন নম্বরের যোগ্য ব্যাটসম্যান হিসেবে এরই মধ্যে নিজের জায়গা পাকা করে নিয়েছেন সাকিব।চলমান বিশ্বকাপে এই পজিশনে খেলতে নেমে এরই মধ্যে দুটি হাফসেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরি তুলে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাকিব। তাঁর এই ইনিংসের সুবাদে ক্যারিবিয়ানদের ৩২২ রানের বিশাল লক্ষ্য ৫১ বল এবং ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব জানিয়েছেন দীর্ঘ সময় ক্রিজে থাকার জন্য তিন নম্বর পজিশনটিকেই আদর্শ হিসেবে গণ্য করেন তিনি,
'আমি জানি যে আমি যদি তিন নম্বরে ব্যাটিং করতে নামি তাহলে আরো খেলার সুযোগ পাবো, আরো বেশি সময় ধরে ব্যাট করতে পারবো। যদি আমি পাঁচে ব্যাট করতে নামি, তাহলে হয়তো আমাকে ৩০ কিংবা ৪০ ওভারের সময় নামতে হবে যেটি আমার কাছে মনে হয় আদর্শ নয়,' ম্যাচ সেরার পুরষ্কার হাতে বলেছেন সাকিব।
নিজের ব্যাটিং নিয়ে বেশ কিছুদিন থেকে কাজ করে আসছেন সাকিব। বিশ্বকাপের আগে আইপিএলেও প্রস্তুতি সেরে এসেছেন তিনি। এবার বিশ্বকাপে তারই সুফল পাচ্ছেন টাইগার অলরাউন্ডার। তাঁর ভাষ্যমতে, 'এটা দারুণ একটি অনুভূতি। ম্যাচের শেষ পর্যন্ত ক্রিজে থাকা সন্তোষজনক। আমি আমার ব্যাটিং নিয়ে কাজ করছি অনেক দিন থেকে এবং এটি কাজে এসেছে।'