promotional_ad

বিশ্বকাপের বিশেষজ্ঞ ব্যাটসম্যান সাকিবঃ গিবস

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিশ্বকাপের বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসানকে আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক তারকা ব্যাটসম্যান হার্শেল গিবস। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ খেলতে নেমে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব। 


ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেয়া ৩২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫২ রানের মাথায় ওপেনার সৌম্য সরকার ফিরে গেলে খেলতে নেমেছিলেন সাকিব। এরপর দারুণ ব্যাটিং করে নিজের ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকান তিনি। 



promotional_ad

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি হাফসেঞ্চুরি পেয়েছিলেন তিনি। সাকিবের বন্দনা করতে তাই ভোলেননি গিবস। 


সাকিবের দারুণ ব্যাটিং দেখে শুরু থেকেই তাঁর সেঞ্চুরির আভাস পাচ্ছিলেন এই প্রোটিয়া। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, 'সাকিব এই বিশ্বকাপের বিশেষজ্ঞ ব্যাটসম্যান। দারুণ চিত্তাকর্ষক, আরেকটি সেঞ্চুরি আসছে।'  


উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। এরপর কিউইদের বিপক্ষে ৬৪ রানের আরেকটি অনবদ্য ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়ে ১২১ রান করেন তিনি। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball