promotional_ad

নতুন মাইলফলকে সাকিব

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ টনটনে খেলতে নামার আগে ৬ হাজারি ক্লাবে প্রবেশের জন্য সাকিবের প্রয়োজন ছিল ২৩ রান। 



promotional_ad

এরই মধ্যে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলার মাধ্যমে মাইলফলকে পা রেখেছেন তিনি। সাকিবের আগে ছয় হাজারি রানের ক্লাবে পা রাখার নজির ছিল টাইগার ওপেনার তামিম ইকবালের। আজকের ম্যাচের আগে ৩৫.৯৯ গড়ে ১৯৬ ওয়ানডেতে ৬৬৯৫ রান ছিল তামিমের।  


সর্বোচ্চ রান সংগ্রাহকের দিক থেকে তালিকার তৃতীয়তে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ২০৮টি ম্যাচে ৫ হাজার ৬৯৯ রান নিয়েছেন তিনি এখন পর্যন্ত। ৩৫.১৭ গড়ে ব্যাটিং করা মুশফিক হাঁকিয়েছেন ৬টি সেঞ্চুরি এবং ৩৪টি হাফসেঞ্চুরি। 



এরপর চতুর্থ এবং পঞ্চম স্থানটি দখলে রেখেছেন যথাক্রমে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ১৭৮টি ওয়ানডেতে খেলা রিয়াদের সংগ্রহ ৩৪.৩৮ গড়ে ৫ হাজার ৫৩ রান। যেখানে তাঁর রয়েছে ৩ টি সেঞ্চুরি এবং ২০টি হাফসেঞ্চুরি। 

অপরদিকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা আশরাফুল ১৭৫টি ম্যাচ খেলে ৩ হাজার ৪৬৮ রান সংগ্রহ করেছেন। তাঁর ব্যাটিং গড় ছিল ২২.৩৭। ৩টি সেঞ্চুরি ও ২০টি হাফসেঞ্চুরির মালিক ছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball