উইন্ডিজ শিবিরে সাকিবের দ্বিতীয় আঘাত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ম্যাচটিতে টসে জিতে জেসন হোল্ডারের দলকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা।
সাইফুদ্দিনের প্রথমঃ
টসে জিতে বোলিং করতে নেমে প্রথম ওভার থেকেই বাতাসের সাহায্য বল সুইং করাতে থাকেন অধিনায়ক মাশরাফি। তাঁর বিপক্ষে সেই ওভারে সাবধানী ব্যাটিং করেছেন ওপেনার ক্রিস গেইল। ওভারে কোন রান না দিয়েই মেইডেন তুলে নেন মাশরাফি।
পরের ওভারে সাইফুদ্দিনের ওভারে ২ রান নেয়ার পর তৃতীয় ওভারে বাউন্ডারি হাঁকান আরেক ওপেনার এভিন লুইস। ৩ ওভারে ৬ রান তুললেও ইনিংসের চতুর্থ ওভারে সাইফুদ্দিনের ভিতরে আসা বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে বসেন গেইল। ১৩ বলে ০ রান করে ফেরেন এই ক্যারিবিয়ান।
লুইস-হোপের জুটিঃ

গেইল ফিরে গেলেও শাই হোপের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় আছেন লুইস। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খানিকটা চাপে রয়েছে জেসন হোল্ডারের দল।
লুইসের ফিফটিঃ
ক্রিস গেইলকে হারানোর পর কিছুক্ষন সাবধানী ব্যাটিং করেছেন লুইস এবং হোপ। বাংলাদেশের বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। কিন্তু ১০ ওভার পার হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের দিকে নিয়ে নেয় ক্যারিবিয়ানরা।
দারুন ব্যাটিং করে দলকে একশ রানের পুঁজি এনে দেয়ার পাশাপাশি ফিফটি তুলে নেন লুইস। সেই সঙ্গে নিজেদের মধ্যে শতরানের জুটি গড়েন তাঁরা।
সাকিবের আঘাতঃ
ফিফটি হাঁকানোর পর আরও হাত খুলে খেলতে শুরু করেছিলেন লুইস। সাকিব আল হাসানকে তাঁর তৃতীয় ওভারের প্রথম বলে ছক্কা হাঁকালেও ওভারের তৃতীয় বলে ফের বড় শট খেলতে গিয়ে লং অফ অঞ্চলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন এই ওপেনার। ৬৭ বলে ৭০ রান করে বিদায় নেন তিনি।
হোপের ফিফটি, পুরানের বিদায়ঃ
লুইস ফিরে গেলেও ফিফটি তুলে নিয়েছেন শাই হোপ। বর্তমানে ইনিংস লম্বা করার কাজে ব্যাট করছেন তিনি। তাঁকে দারুন সঙ্গ দিচ্ছিলেন নিকোলাস পুরান। কিন্তু ব্যক্তিগত ২৯ রানে সাকিব আল হাসানকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন এই হার্ড হিটিং ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজঃ ১৫৯/৩ (৩২.২ ওভার)