টনটনে বৃষ্টির সঙ্গে লড়তে হচ্ছে না বাংলাদেশ-উইন্ডিজদের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টনটনের আবহাওয়া সুখবর দিচ্ছে বাংলাদেশ দলকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা খুবই অল্প। আশা করে যাচ্ছে কোন প্রকার বৃষ্টির বাঁধা ছাড়াই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
তবে পুরো ম্যাচ জুড়েই আকাশে মেঘ থাকবে, সঙ্গে বাতাসও। যেকারণে পেস বোলাররা বাড়তি সুবিধা নিতে পারবেন এখান থেকে। তাই দুই দলের একাদশে বাড়তি পেসার দেখা যেতে পারে এই ম্যাচে।

দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশ দলের। বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে মাশরাফি বিন মুর্তজার দলকে।
মাঠের লড়াইয়ের পাশাপাশি ইংল্যান্ডের আবহওয়াও এখন পর্যন্ত চিন্তার কারণ ছিল বাংলাদেশ দলের জন্য। কারণ একই কারণে শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি পরিত্যাক্ত হয়েছে মাশরাফিদের।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১টিতে জয়ে পেয়েছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে হেরে গিয়েছে টাইগাররা।
শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হওয়ায় এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছেন তামিম-সাকিবরা।