promotional_ad

দুটি পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশে?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলতি বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে মাশরাফি বিন মুর্তজার দল। 


দলের উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তামিম ইকবাল এবং সৌম্য সরকারের হাত ধরেই ইনিংসের শুরুটা করবে বাংলাদেশ। পূর্বের ম্যাচগুলোতে দলকে ভালো শুরু এনে দিয়েও বড় জুটি গড়তে পারেননি দুইজন। তাই এই ম্যাচে তাঁদেরকেই দায়িত্ব নিতে হবে।


ইংল্যান্ডের বিপক্ষে চোট পাওয়া সাকিব আল হাসান ফিট হয়ে উঠেছেন। ক্যারিবিয়ানদের বিপক্ষে তাই তাঁকে একাদশে রেখেই মাঠে নামবে টাইগাররা। সাকিবের সুস্থতাঁর ব্যাপারে অধিনায়ক মাশরাফি জানান, 'সবাই ঠিক আছে আল্লাহর রহমতে। সাকিবের একটা বিশ্রাম দরকার ছিল। 



promotional_ad

'সে সেটা পেয়েছে। মুশফিক এখন পর্যন্ত ঠিক আছে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন উইকেট নিয়ে, মাঠ নিয়ে বা প্রতিপক্ষ নিয়ে- তো এসব নিয়ে একটা হিশেব সব ম্যাচেই চলে। ওইটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে একাদশ। সবাই দৈহিক এবং মানসিকভাবে ঠিক আছে, সবার ক্ষমতা আছে খেলার।'


নিজের প্রিয় পজিশন চার নম্বরেই খেলবেন মুশফিকুর রহিম। যদিও নেটে অনুশীলনের সময় হাতে চোট পেয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে তাঁর ইনজুরি গুরুতর না হওয়ায় তাঁকে একাদশে রেখেই মাঠে নামবে বাংলাদেশ।


পাঁচ নম্বরে মোহাম্মদ মিথুন ব্যর্থ হওয়ায় একাদশে জায়গা পেতে যাচ্ছেন লিটন দাস, মিডেল অর্ডারে দায়িত্ব পালন করবেন তিনি। ছয় নম্বরে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দুইঅলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ মোসাদ্দেক হোসেন থাকছেন সাত এবং আট নম্বরে।


পেস বোলিং বিভাগে দায়িত্ব পালন করবেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সঙ্গে পাবেন পেসার মুস্তাফিজুর রহমানকে। মোহাম্মদ সাইফুদ্দিনের যায়গায় এই ম্যাচে ফিরতে পারেন আরেক পেসার রুবেল হোসেন।



বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball