টনটনে গাঙ্গুলি-ওয়ার্নারদের সঙ্গী হবেন তামিম?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি তামিম ইকবালের। টানা তিন ম্যাচে ভালো শুরু পেয়েও সেটাকে বড় স্কোরে রূপান্তরিত করতে ব্যর্থ হয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে ম্যাচের আগে মানসিক চাপে থাকলেও এই ওপেনারের সামনে সুযোগ রয়েছে বড় ইনিংস খেলার।
সোমবার টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। পরিসংখ্যান বলছে এই মাঠে ডানহাতি ব্যাটসম্যানদের তুলনায় বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফর্মেন্স বেশী উজ্জ্বল।

তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে বড় ইনিংস খেলার জন্য চোখ রাঙ্গাতেই পারেন তামিমের। এর আগে এই মাঠে বিশ্বকাপের মঞ্চে তিনটি শতক হাঁকিয়েছেন ব্যাটসম্যানরা। যার দুটিই এসেছে বাঁহাতি ব্যাটসম্যানদের কাছ থেকে।
১৯৯৯ সালে শ্রীলংকার বিপক্ষে এই মাঠে শতক হাঁকিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এই মাঠেই ক্যারিয়ার সেরা ১৮৩ রানের ইনিংস খেলার পাশাপাশি রাহুল দ্রাবিড়ের সঙ্গে তিনি জুটির রেকর্ড গড়েছিলেন ৩১৮ রানের।
আরেক সেঞ্চুরিয়ান দ্রাবিড় ১৪৫ করে ফিরলেও ভারতকে ৩৭৩ রানের পুঁজি এনে দেয়ার পেছনে বড় ভূমিকা ছিল গাঙ্গুলির। ম্যাচটিতে ১৫৭ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল ভারত। আর কয়েকদিন আগেই এই মাঠে পাকিস্তানের বিপক্ষে শতক হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর ১০৭ রানের ইনিংসের দিন পাকিস্তানকে ৪১ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
৩ শতকের ২টিই যেখানে বাঁহাতি ব্যাটসম্যানরা হাঁকিয়েছেন সেখানে তামিম ইকবালের ব্যাটে বড় ইনিংস আশা করতেই পারে বাংলাদেশ দল। সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম জানিয়েছেন, 'আশা তো করি।'
উল্লেখ্য বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় বুধবার ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপের মঞ্চে বড় ইনিংস খেলে নিজেকে ফের প্রমাণ করতে চাইবেন তামিম।