দলে জায়গা মিলবে সাউদির?

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পায়ের পেশীর ইনজুরির কারণে বিশ্বকাপে এখন পর্যন্ত খেলতে পারেননি কিউই পেসার টিম সাউদি। এবার ইনজুরি থেকে ফিরে দলে জায়গা পাওয়া নিয়ে সমস্যায় পড়েছেন এই পেসার।
কিউই পেসাররা যেভাবে খেলছেন তাতে দলে জায়গা উদ্ধার করাই এখন কষ্ট সাউদির জন্য! কেননা সাউদির বদলে দলে জায়গা করে নেওয়া ম্যাট হেনরি এই মুহূর্তে দারুণ খেলছেন। দুই ম্যাচে সুযোগ পেয়ে নিয়েছেন সাত উইকেট। সাউদির অনুপস্থিতিতে একেবারেই সমস্যা হয়নি কিউইদের।

লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরিরা মিলে তিন ম্যাচেই অলআউট করেছেন প্রতিপক্ষকে! এবার ইনজুরি কাটিয়ে দলে ফিরে গোছানো একটি বোলিং লাইনআপ দেখছেন সাউদি। তবে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।
'একটা দুর্দান্ত স্কোয়াড পাওয়া দারুণ বিষয়। অনেকেই আছে অনেক ধরণের কিছু করার মতো। আমি আউট সুইং ভালো পারি। আবার ম্যাটের বলে পেস বেশি, কন্ডিশনের সুবিধা পেলে সেও সুইং করাতে পারে।
'আমাদের সামনে বেশ কয়েকটি পথ আছে। লকি আমাদের দলের এক্স ফ্যাক্টর যে কিনা ১৫০ কিমি বেগে বল করে। আবার ট্রেন্টের বাঁহাতি সুইং- সুতরাং আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যারা বিভিন্ন কিছু করতে পারেন। দলে ১৫ জন প্রতিভাবান ক্রিকেটার পাওয়া দারুণ।'
দলের এমন পারফর্মেন্সে আসরের শেষ পর্যন্ত যাওয়ার আশা ব্যক্ত করেছেন ৩০ বছর বয়সী এই পেসার। গণমাধ্যমে তিনি আরও জানান, 'আমাদের শুরুটা দারুণ হয়েছে। প্রথম তিন ম্যাচেই আমরা ৩০ উইকেট নিয়েছি। সতীর্থরা দারুণ খেলেছে। আশা করি এটা আমরা আসরের শেষ পর্যন্ত নিয়ে যাবো।'