চাপমুক্ত, নির্ভার প্রোটিয়া দলপতি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে টানা চার ম্যাচ পর আফগানিস্তানের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এই জয়ে স্বস্তি ফিরে এসেছে প্রোটিয়া শিবিরে। ৯ উইকেটে আফগানদের হারানোর পর সংবাদ সম্মেলনে অধিনায়ক ডু প্লেসি জানিয়েছেন বর্তমানে অনেকটাই হালকা লাগছে তাঁর।
ইংল্যান্ড, বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে টানা তিন ম্যাচে পরাজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর উইন্ডিজের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় অনেকটাই কোণঠাসা অবস্থায় পড়েছিল দলটি।

আফগানদের বিপক্ষে শনিবারের ম্যাচটি তাদের জন্য তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। অবশেষে সেই ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে পেরেছে প্রোটিয়ারা। ডু প্লেসি তাই বলেছেন, 'আমাদের অনেকটা চাপমুক্ত এবং হালকা লাগছে। তবে আমাদের আরো দৃঢ়তা বজায় রাখতে হবে।'
এই ম্যাচে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিন বিভাগেই দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে এরপরেও কিছুটা ঘাটতি রয়েছে দলে, ধারণা অধিনায়ক ডু প্লেসির। যদিও মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারায় বেশ সন্তুষ্ট তিনি। ডু প্লেসির ভাষায়,
'আমরা ভালো ক্রিকেটের লক্ষ্মণ দেখাচ্ছি, তবে একই সাথে কিছু অধারাবাহিকতাও ফুটে উঠেছে আমাদের। আজকে আমাদের জন্য একটি সুযোগ ছিল মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়া প্রতিটি ডিপার্টমেন্টে পারফর্ম করার মাধ্যমে এবং আমি মনে করি আমরা সেটি করেছি। আমরা আসলেই বেশ ভালো বোলিং করেছি এবং লক্ষ্য তাড়া করেছি দারুণভাবে।'
উল্লেখ্য আগামী ১৯শে জুন নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে ফাফ ডু প্লেসির দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচটিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদের। কারণ এখন পর্যন্ত একটি ম্যাচেও পরাজিত হয়নি কিউইরা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়তে।