নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরবে এনগিদি, আশাবাদী ডু প্লেসি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ম্যাচে পেসার লুঙ্গি এনগিদিকে পাওয়ার আশা করছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন ২৩ বছর বয়সী এনগিদি।
সেই ম্যাচে মাত্র ৪ ওভার বোলিং করে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। এরপর থেকে আর মাঠে নামা হয়নি এই পেসারের। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও ছিলেন অনুপস্থিত। তবে অধিনায়ক ডু প্লেসি আশাবাদী ১৯শে জুনের ম্যাচে শতভাগ ফিটনেস নিয়ে খেলতে নামবেন এনগিদি। সংবাদ সম্মেলনে প্রোটিয়া দলপতি বলেছেন,

'লুঙ্গি উন্নতি করছে। এখন তাঁর ফিটনেস লেভেল আগের অবস্থায় নিয়ে আসাটা মূল বিষয়। আমার মতে সে পরবর্তী ম্যাচের জন্য ফিট হয়ে যাবে। আমি আশা করছি সে শতভাগ ফিট থাকবে। ফিজিওর কাছ থেকে আমি যেটি শুনেছি যে সে দ্রুত ফিরবে এবং তারা এই ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে আমরা এক সপ্তাহ আগেও আত্মবিশ্বাসী ছিলাম, সুতরাং আমাদের অপেক্ষা কিছুটা বেড়েছে।'
তবে এনগিদির পুরো পঞ্চাশ ওভার খেলার সামর্থ্য যেন থাকে সেটিও নিশ্চিত করতে চান ডু প্লেসি। আর সেই কারণে শতভাগ ফিটনেস আশা করছেন তিনি তরুণ এই পেসারের কাছ থেকে। এই প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকান অধিনায়কের ভাষ্য,
'আমাদের পরিকল্পনা হলো সে যেন তাঁর কাজের চাপও মাথায় রাখে সেটি নিশ্চিত করা, কারণ ইনজুরির একটি ব্যাপার আছে, দ্বিতীয়ত সে অনেক ওভার বোলিং করেনি। আপনি যখন ওয়ানডে ক্রিকেট খেলবেন, তখন শুধু তিন ওভারের বোলিং করবেন না, বরং পুরো খেলবেন। আপনাকে খেলা চালিয়ে যেতে হবে। তাঁর শরীর এখন কেমন আছে সেটাই গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছি যে সে টানা একটি কিংবা দুটি ইনজুরি কাটিয়ে এসেছে। সে আজ আবারো বোলিং করেছে।'