সাফল্যের কৃতিত্ব কোচকে দিলেন মরিস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিজের বোলিংয়ে উন্নতির জন্য কোচ ওটিস গিবসনকে কৃতিত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিস মরিস। শনিবার আফগানিস্তানের বিপক্ষে বল হাতে ১৩ রানে ৩ উইকেট শিকার করেছেন মরিস।
অথচ দারুণ পারফর্ম করা মরিসের টুর্নামেন্টে খেলাই ছিল অনিশ্চিত। হাতের ইনজুরিতে অ্যানরিচ নর্টজে ছিটকে পড়লে তাঁর পরিবর্তে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ৩২ বছর বয়সী মরিস। এরপর কোচ গিবসনের সহায়তায় নিজের বোলিংয়ের ধাঁর আরো বৃদ্ধি করেছেন তিনি।
আফগানদের বিপক্ষে নিজের সামর্থ্যের জানান দেয়া মরিস ম্যাচ শেষে বলেছেন, 'সাম্প্রতিক সময়ে আমার মাথা থেকে চাপ অনেকটা কমে গিয়েছে। ওটিস আমাকে যে কাজটি দিয়েছিল সেটি স্পষ্ট ছিল। আমি যদি সেটিতে লেগে থাকতে পারি, আমি মনে করি সেটি করতে সক্ষম হবো।'

কোচের সাথে কাজ করার পর রান আপ নিয়ে কিছু সমস্যা খুঁজে পেয়েছিলেন মরিস। তবে ধীরে ধীরে সেই সমস্যা কাটিয়ে ছন্দে ফিরেছেন তিনি। ডেল স্টেইন, লুঙ্গি এনগিদির অনুপস্থিতি দলের পেস আক্রমণও সামলাতে হচ্ছে তাঁকে। মরিসের ভাষায়,
'আমি গত দুই সপ্তাহ ধরে ওটিসের সাথে ভালোভাবে কাজ করেছি। আমরা রান আপে কিছু সমস্যা খুঁজে পেয়েছি যা পরিবর্তন করতে পেরেছি। এটি আমাকে আরো বেশি ছন্দ ফেরাতে এবং ক্রিজে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছে। বর্তমানে এটি ভালো কাজে দিচ্ছে।'
ছন্দ ফিরে পেতে বর্তমানে অক্লান্তভাবে কাজ করছেন প্রোটিয়া এই অলরাউন্ডার। তিনি বলেছেন, 'আমি যতটা জোরে বল করতে পারি ততটা না করার চেষ্টা করছি কারণ আমি মনে করি এটি শুধুমাত্র ছন্দ ফিরিয়ে আনা এবং উইকেট পাওয়ার ব্যাপার। অনেক কিছু একসাথে চেষ্টা করা সমীচীন হবে না।'