আফগানিস্তানে কোনো হিরো নেইঃ নাইব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ফিরিয়ে এনেছে ক্রিকেট। এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে আসা দলটি এখন পর্যন্ত জয় শূন্য থাকলেও তাদের লড়াকু মনোভাব প্রশংসিত হচ্ছে গোটা বিশ্ব জুড়েই।
আফগানিস্তানে রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবীদের বিবেচনা করা হয় তরুণদের রোল মডেল হিসেবে। যে দেশে প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয় জনগণকে সেই দেশটিতে ক্রিকেট ছড়িয়ে দিয়েছে এক পশলা শান্তির বার্তা। সংবাদ সম্মেলনে আফগান দলপতি গুলবাদিন নাইব তাই বলেছেন,

'আফগানিস্তানের কোনো হিরো নেই। তাঁদের কোনও পপস্টার কিংবা রাজনীতিবিদ নেই অনেক বছর থেকে উদযাপন করার মতো, তাঁদের শুধু যুদ্ধের সেনাপতি ছিল। অনেক মানুষ আছে যারা তাঁদের জীবন, অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছে। অনেকে আফগানিস্তানে যুদ্ধ করার সময় অনেকে তাঁদের সন্তানদেরও হারিয়েছে। হঠাৎ করে তাঁরা এই রোল মডেলদের পেয়েছে।'
ক্রিকেটকে শুধু একটি খেলা হিসেবেই দেখছেন না নাইব। বরং এর মহিমা তাঁর কাছে আর উঁচুতে। ক্রিকেটকে শান্তির বাহক আখ্যা দিয়ে তিনি বলেছেন, 'ক্রিকেট শুধু একটা খেলা নয়, গোটা আফগানিস্তানে এটি আরো অনেক বড় কিছু।
এটি মানুষকে একত্র করে এবং আশার সঞ্চার করে। আফগানিস্তানে আমাদের এখন শান্তি বিরাজ করছে এবং ক্রিকেট এক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে।'
দেশের প্রতি আফগানদের যে কতটা ভালোবাসা রয়েছে সেটিও উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন নাইব। তাঁর ভাষ্যমতে, 'আপনি দেখবেন যে একটি মার্কেটে বোমা বিস্ফোরণ হয়েছিল এবং এক ঘন্টার মধ্যে সেই দোকানটি আবারও পুনর্গঠন করা হয়। মানুষ সিদ্ধান্ত নিয়েছে তাঁরা তাঁদের বাড়িঘর ছেড়ে যাবে না। যেটাই হোক না কেন এটি তাঁদের নিজের দেশ।'