হারলেই সব শেষ হয়ে যাবেনাঃ কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নির্ভার রয়েছে ভারতীয় দল। এই ম্যাচে পরাজয়ের মুখ দেখলেও সব কিছু শেষ হয়ে যাবে না বলে মনে করছেন দলপতি ভিরাট কোহলি।
বিশ্বকাপে ৬ বারের দেখায় প্রতিবারই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত। তাই জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া কোহলি বাহিনী।

নিজেদের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হওয়ায় মাত্র এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যেকারণে এই ম্যাচে পুরো দুই পয়েন্ট ছিনিয়ে নিতে চায় ভারত।
‘আমরা ভালো করি আর খারাপ করি, যাই হোক এখানেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। টুর্নামেন্টে এখনও অনেক পথ বাকি', কোহলি জানান।
এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের জন্য বড় হুমকি বৃষ্টি। ম্যাচের মাঝ পথে এসে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। ডাক ওয়ার্থ লুইস অনেক বড় ভূমিকা রাখতে পারে শেষ পর্যন্ত।
‘আবহাওয়া আমাদের হাতে নয়। তবে দেখতে হবে যতটুকু ম্যাচ হাতে পাবো মানসিকভাবে সব উজাড় করে দিতে হবে আমাদের’, কোহলি আরও বলেন।