শাহজাদকে বোর্ডের পাল্টা চ্যালেঞ্জ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান দলে ফিরতে হলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে, জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী আসাদুল্লাহ খান।
পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়া শাহজাদ অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছিলেন বলে দাবি করেছিল এসিবি। কিন্তু এরপরে ৩১ বছর বয়সী এই ক্রিকেটার দাবি করেছিলেন ফিট থাকা সত্ত্বেও তাঁকে দল থেকে বাদ দিয়েছে বোর্ড।

শাহজাদের অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুলেছেন আসাদুল্লাহ। তাঁকে পাল্টা চ্যালেঞ্জ দিয়ে গণমাধ্যমকে তিনি বলেছেন, 'সে কেন এত বিশৃঙ্খলা সৃষ্টি করছে? সে যদি ফিট থাকে তাহলে তাঁর ফিটনেস পরীক্ষা দেয়া উচিৎ। যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়, বোর্ড তাঁকে যুক্তরাজ্যে পাঠাবে পরের দিনেই।'
শুধু তাই নয়, আফগানিস্তানের জনগণের অজ্ঞতার সুযোগ নিচ্ছে শাহজাদ বলেও মনে করছেন এসিবির প্রধান নির্বাহী। তাঁর ভাষ্যমতে, 'তাঁর ফিটনেসের একটি রিপোর্ট আছে আমাদের কাছে। আফগানিস্তানের জনগণ ফিটনেস এবং অন্যান্য ইস্যুর ব্যাপারে তেমন কিছু জানে না। আর এই অজ্ঞতার সুবিধা সে নিচ্ছে এবং এখানে থেকে ইস্যু তৈরি করছে।'
এর আগে আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান জানিয়েছিলেন তাঁকে জোর করে দল থেকে বাদ দিয়েছে ক্রিকেট বোর্ড। এই কারণে ক্রিকেটকে বিদায় জানানোরও হুমকি দেন তিনি। শাহজাদ বলেছিলেন, ''আমি খেলি এটা যদি নাই চায় তারা, তবে আমি ক্রিকেট থেকে অবসরই নিয়ে নেবো।
ভবিষ্যতে আর এই খেলায় নিজেকে দেখছি না আমি। যদি তাদের সমস্যাই থাকে তবে আমাকে জানানো উচিত তাদের। আমি লন্ডনে ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং তিনি বলেছিলেন বিশ্রাম নিয়ে দুই তিন দিন পর থেকেই মাঠে ফিরতে পারবো আমি।’
উল্লেখ্য আফগানিস্তান দলের হয়ে ৮৪টি ওয়ানডেতে ২৭২৭ রান সংগ্রহ করেছেন মোহাম্মদ শাহজাদ। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত কড়া হয়েছে ইকরাম আলি খিলকে।