promotional_ad

ভারত নয় পাকিস্তানের শত্রু বৃষ্টি!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ পন্ড হয়েছে বৃষ্টির কারণে। পাকিস্তান বনাম ভারতের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটির আগেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এমনকি ম্যাচটি বাতিলও হতে পারে। 


ম্যানচেস্টারের আবহাওয়া রিপোর্ট বলছে ম্যাচের শুরুতে বৃষ্টি বাঁধার কোন সম্ভাবনা না থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে এবং বৃষ্টির সম্ভাবনাও বৃদ্ধি পাবে।



promotional_ad

দুপুর ৩টা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বেশী। টানা বৃষ্টিও হতে পারে দুপুরের পর থেকে। শুধু তাই নয়, সারাদিন ধরে তীব্র বাতাসও থাকবে ম্যানচেস্টারে। ফলে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন সেখান থেকে।


বৃষ্টিতে ম্যাচ পরিত্যাক্ত হলে এক পয়েন্ট করে পাবে দুই দল। যেকারণে ঝামেলায় পড়তে পারে পাকিস্তান। এখন পর্যন্ত মাত্র ৩ পয়েন্ট পাওয়া দলটি ছিটকে যেতে পারে বিশ্বকাপ থেকে।


তাই ভারতের চেয়ে পাকিস্তানের কাছে এই ম্যাচের মর্ম অনেক বেশী। ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে টেবলের চতুর্থ স্থানে আছে থাকা ভারতের তেমন দুশ্চিন্তা নেই।



সুতরাং বৃষ্টিতে ১ পয়েন্ট পেলেও পাকিস্তানের তুলনায় বেশী ক্ষতি হবেনা তাঁদের। অপরদিকে ইতিমধ্যে চার ম্যাচ খেলা পাকিস্তানের এই ম্যাচটি পন্ড হলে তাঁদের হাতে থাকা ৪ ম্যাচের ৪টিতেই জিততে হবে।


উল্লেখ্য ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আজ বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।  এখন পর্যন্ত ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ১৩১ বার। এর মধ্যে ৭৩টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। ভারত জিতেছে ৫৪টি। ৪টি ম্যাচের কোনো ফল হয়নি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball