সংবাদ সম্মেলন বয়কট, বড় শাস্তির মুখে শ্রীলঙ্কা!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৭ রানের লজ্জাজনক পরাজয়ের পর আরেকটি বড় দুঃসংবাদ শুনতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। শনিবার ম্যাচটিতে হারার পর সংবাদ সম্মেলন বয়কট করে লঙ্কান ক্রিকেট দল। এর ফলে বড় ধরণের শাস্তির মুখে পড়ছে তারা।
আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের পর অন্তত একজন খেলোয়াড় বা কোচিং স্টাফকে সংবাদ সম্মেলনে পাঠাতে হয়। কিন্তু এই নিয়মের বরখেলাপ করে আলোচনায় এসেছে লঙ্কানরা। এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্যও করেনি দেশটির ক্রিকেট বোর্ড।

তবে আইসিসির বিপক্ষে প্রতিবাদ দেখানোর জন্য এমনটা করেছে শ্রীলঙ্কা বলে ধারণা করা যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটির আগে পিচ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন লঙ্কান ম্যানেজার অশান্ত ডি মেল। অস্ট্রেলিয়াকে বাড়তি সুবিধা দেয়ার জন্য ওভালের উইকেট সবুজ করা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি।
ডি মেল বলেছিলেন, 'এই বিশ্বকাপে সেরা দশটি দল অংশগ্রহণ করছে। আমি মনে করি আইসিসির প্রতিটা দলের সঙ্গে একই আচরণ করা উচিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালের পিচটা একদমই সবুজ। যেটা আমরা অভিযোগ করছি সেটা 'আঙুর ফল টক' এমন নয়। এটা খুবই বেমানান যে আইসিসি কোনো নির্দিষ্ট দলের জন্যই একই উইকেট বানাবে, আর অন্যদের জন্য আলাদা।'
লন্ডনের কেনিংটন ওভালে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ৩৩৪ রানের পাহাড় সমান পুঁজি দাঁড়া করিয়েছিল অস্ট্রেলিয়া। বিশাল লক্ষ্যে খেলতে নেমে ২৪৭ রানে অলআউট হয় দিমুথ করুনারত্নের দল। এরপর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেনি লঙ্কানদের কেউ।
উল্লেখ্য এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমে আছে শ্রীলঙ্কা। অপরদিকে চার ম্যাচে জয় পাওয়ায় শীর্ষ স্থানে উঠে এসেছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।