র্যাঙ্কিংয়ে অবনমন বাংলাদেশের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে টানা দুটি ম্যাচে পরাজিত হওয়ার ফলে রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। বর্তমানে ৮৫ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের অষ্টমে নেমে গিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।
রেটিং পয়েন্ট কমায় বাংলাদেশকে টপকে সাত নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ের তালিকায় ক্যারিবিয়ানদের পয়েন্ট দেখা যাচ্ছে ৮৬। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তালিকা প্রকাশ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশের পর নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এখন পর্যন্ত লঙ্কানদের পয়েন্ট ৭৭ আর আফগানদের ৬২। তবে ১২৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষ স্থানে আছেন ইয়ন মরগানের ইংল্যান্ড।
১২২ রেটিং নিয়ে ভারতের অবস্থান দ্বিতীয়তে। এছাড়া তৃতীয়তে আছে ১১৪ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড এবং কিউইদের থেকে তিন পয়েন্ট কম নিয়ে (১১১) চতুর্থতে অবস্থান ফাফ ডু প্লেসির দক্ষিণ আফ্রিকার।
তালিকার পঞ্চম এবং ষষ্ঠ স্থানে এরপর থাকছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া ও সরফরাজ আহমেদের পাকিস্তান। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৯। যেখানে পাকিস্তানিরা পেয়েছে ৯৩ পয়েন্ট।