promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশ কেন, জানেন না পাপন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর অপরিবর্তিত একাদশ নিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এরপর সেই ম্যাচটিতে হেরে গেলেও ইংলিশদের বিপক্ষে একাদশে পরিবর্তন আনেনি টাইগারদের টিম ম্যানেজমেন্ট।


স্বাগতিকদের কাছে লজ্জাজনক পরাজয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিলো একাদশ নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও অবশ্য জানেন না এই প্রশ্নের উত্তর। 



promotional_ad

শুক্রবার নিজ বাসভবনে সাংবাদিকদের পাপন বলেছেন, 'ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই পরিবর্তন আসার কথা ছিলো। কিন্তু কেন এলো না, আমি বলতে পারছি না। আমি দেশে চলে এসেছি। তাই তারা কেন পরিবর্তন করেনি, এ মুহূর্তে বলতে পারছি না।' 


আগামী ১৭ই জুন উইন্ডিজের বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে পরিবর্তন আনার কথা উল্লেখ করেছেন পাপন। তবে কে বাদ পড়তে যাচ্ছেন সেটি নিয়ে এখনও সন্দিহান পাপন। লিটন দাস, সাব্বির রহমান এবং রুবেল হোসেনকে অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা হচ্ছে বেশি।


তবে কম্বিনেশন অনুসারে তাঁরা কোথায় খেলবেন এই ব্যাপারটি নিয়ে দোলাচলে রয়েছেন নির্বাচক এবং বোর্ড প্রধান। পাপনের ভাষ্যমতে,



'অন্য যে কোনো বিশ্বকাপের তুলনায় এবারের টিম অনেক ভালো। সাকিব ও মুশফিক খুব ভালো করছে। মোটামুটি সবাই ভালো খেলছে। তামিম ইকবাল সুপার ব্যাটসম্যান, সে তার সুপার ফর্মে থাকলে কোনো সমস্যা হতো না। এখন পরিবর্তন আনাটা খুব কঠিন। তারপরও কথা যেহেতু উঠেছে, তাই একটা পরিবর্তন আনা হবে।


'ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে মাঠে খেলা, সেটি অনেক ছোট। তাই সেভাবে সাজাতে হবে। কিন্তু কাকে বাদ দেবো? তামিম সে অবশ্যই ফর্ম ফিরে পাবে। লিটন দাস ও সাব্বিরের কথা বারবার আসছে। কিন্তু তাদের কোথায় খেলাব? একটা উইনার দলকে কিভাবে হঠাৎ পরিবর্তন করে দেব? একজন ওপেনিং ব্যাটসম্যানকে তো ৫ নম্বরে খেলানো যায় না। বোলিংয়ে রুবেলের কথা আসছে ঘুরে-ফিরে। এখন দেখা যাক, একটা পরিবর্তন আনতেই হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball