উইন্ডিজের বিপক্ষে পরিবর্তন আসছে একাদশে

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এখন পর্যন্ত একটি ম্যাচেও খেলা হয়নি ফর্মে থাকা ব্যাটসম্যান লিটন কুমার দাসের।
২০১৫ বিশ্বকাপে ইংলিশদের বিদায় করে দেয়া পেসার রুবেল হোসেনও খেলেননি কোনও ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে তাঁর অনুপস্থিতি বড় ধরণের সমালোচনার জন্ম দিয়েছিল। সেকারণে এবার একাদশে পরিবর্তন আনার কথা জানিয়েছেন বিসিবি প্রধান। শুক্রবার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি জানিয়েছেন,

'অন্য যে কোনো বিশ্বকাপের তুলনায় এবারের টিম অনেক ভালো। সাকিব ও মুশফিক খুব ভালো করছে। মোটামুটি সবাই ভালো খেলছে। তামিম ইকবাল সুপার ব্যাটসম্যান, সে তার সুপার ফর্মে থাকলে কোনো সমস্যা হতো না। এখন পরিবর্তন আনাটা খুব কঠিন। তারপরও কথা যেহেতু উঠেছে, তাই একটা পরিবর্তন আনা হবে।'
আগামী ১৭ই জুন উইন্ডিজের বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচে পরিবর্তন আনার কথা উল্লেখ করলেও কে বাদ পড়তে যাচ্ছেন সেটি নিয়ে এখনও সন্দিহান পাপন। লিটন দাস, সাব্বির রহমান এবং রুবেল হোসেনকে অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা হচ্ছে বেশি।
তবে কম্বিনেশন অনুসারে তাঁরা কোথায় খেলবেন এই ব্যাপারটি নিয়ে দোলাচলে রয়েছেন নির্বাচক এবং বোর্ড প্রধান। পাপনের ভাষ্যমতে,
'ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে মাঠে খেলা, সেটি অনেক ছোট। তাই সেভাবে সাজাতে হবে। কিন্তু কাকে বাদ দেবো? তামিম সে অবশ্যই ফর্ম ফিরে পাবে। লিটন দাস ও সাব্বিরের কথা বারবার আসছে। কিন্তু তাদের কোথায় খেলাব?
'একটা উইনার দলকে কিভাবে হঠাৎ পরিবর্তন করে দেব? একজন ওপেনিং ব্যাটসম্যানকে তো ৫ নম্বরে খেলানো যায় না। বোলিংয়ে রুবেলের কথা আসছে ঘুরে-ফিরে। এখন দেখা যাক, একটা পরিবর্তন আনতেই হবে।'