উইন্ডিজ বলেই আত্মবিশ্বাসী বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজের বিপক্ষে গত দুই ওয়ানডে সিরিজেই জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। ফলে বিশ্বকাপে তাদের বিপক্ষে লড়াইয়ের নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকছে মাশরাফি বিন মর্তুজার দল।
আগামী ১৭ই জুন নিজেদের পঞ্চম ম্যাচে ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সেই ম্যাচটিকে সামনে রেখে টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানিয়েছেন ধারাবাহিকভাবে উইন্ডিজের বিপক্ষে ভালো খেলা পক্ষে যাবে দলের।

'আমরা ধারাবাহিকভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো ক্রিকেট খেলে আসছি, এটাই আমাদের পক্ষে যাবে। আমরা যতক্ষণ পর্যন্ত ওদের হালকা ভাবে না নিচ্ছি, আমরা ভালো করবো। ছেলেদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে যেমনটা খেলে আসছে।'
তবে দলের দিকে না তাকিয়ে বরং ম্যাচের প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন ওয়ালশ। ম্যাচের দিন প্রতিপক্ষের থেকে ভালো খেলেই জয় ছিনিয়ে আনতে চান তিনি। সাংবাদিকদের এই প্রসঙ্গে ওয়ালশ বলেছেন,
'আমরা দলের দিকে তাকাচ্ছি না, ম্যাচের দিকে তাকাচ্ছি। ওদের কিছু ক্রিকেটার বাংলাদেশে আসে নি সিরিজ খেলতে। ম্যাচটিতে দুই দলেরই জয় দরকার। ম্যাচের দিন ওদের চেয়ে ভালো খেলে জয় পেতে চাইব আমি।'
উল্লেখ্য এখন পর্যন্ত চার ম্যাচে এক জয় নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সপ্তমে অবস্থান করছে বাংলাদেশ। অপরদিকে তিন ম্যাচে এক জয়ে বাংলাদেশের ঠিক ওপরে ষষ্ঠ অবস্থানে আছে জ্যাসন হোল্ডারের উইন্ডিজ।