আফগানদের বিপক্ষেও অনিশ্চিত এনগিদি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে আগামীকালের ম্যাচটিতেও মাঠে নামা হচ্ছে না প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদির। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়া এই ডানহাতি খেলতে পারেননি ভারত এবং উইন্ডিজের বিপক্ষে ম্যাচেও। এবার টানা তিন ম্যাচে অনুপস্থিত থাকছেন তিনি।
তবে এনগিদি আগামীকালের একাদশে থাকছেন কিনা সেটি এখনই নিশ্চিত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি। ম্যাচের দিন এনগিদির ফিটনেসের ওপর ভিত্তি করে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়েছেন তিনি। ডু প্লেসি বলেছেন,

'শতভাগ ফিট থাকার জন্য তাঁর আজকে কিছু কাজ করার কথা ছিল এবং সম্ভবত আগামীকালও। তাঁর দলে থাকার সিদ্ধান্ত আগামীকাল সকালে নেয়া হতে পারে। সম্ভবত সঠিক সিদ্ধান্ত হবে যে সে যদি প্রস্তুত না থাকে, আপনি তাঁকে আরও কিছু সময় দিন এবং দেখেন সে বাকি চার ম্যাচে খেলতে পারে কিনা। এটাই আসলে বড় কিছু।'
সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হাতে থাকা বাকি ম্যাচগুলোতে জয় পেতে হবে দক্ষিণ আফ্রিকার। আর সেই কারণে শতভাগ ফিট এবং সেরা ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজাতে হবে তাদের। ইনজুরি আক্রান্ত এনগিদিকে নিয়ে তাই ঝুঁকি নিতে চাইবে না প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট,
'আমরা এমন একটি অবস্থানে আছি যে আমাদের আমাদের পাঁচ ম্যাচের সবকয়টিতে জয় পেতে হবে। সুতরাং আপনাকে সেরা খেলোয়াড়দের দিয়েই দল সাজাতে হবে। যদি সে শতভাগ ফিট না থাকে কিংবা নব্বই শতাংশও ফিট থাকে এবং এটি যদি একটি বৃষ্টি বিঘ্নিত সংক্ষিপ্ত ম্যাচ হয়ে থাকে তাহলে কি তাঁকে নিয়ে ঝুঁকি নেয়া ঠিক হবে?', বলেছেন ডু প্লেসি।