উইন্ডিজ পাওয়ার হাউজ নিয়ে আলাদা পরিকল্পনায় বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিস গেইল এবং আন্দ্রে রাসেলদের বিপক্ষে নির্দিষ্ট পরিকল্পনা আঁটছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে গত ওয়ানডে সিরিজে অনুপস্থিত ছিলেন এই দুই ক্যারিবিয়ান।
বিশ্ব ক্রিকেটের অন্যতম দুই ভয়ঙ্কর ক্রিকেটারকে নিয়ে তাই আলাদা করে পরিকল্পনা সাজাতে হচ্ছে টাইগারদের। উইন্ডিজ দলের পাওয়ার হাউজ হিসেবে বিবেচিত করা হয় গেইল এবং রাসেলকে।

সুতরাং জয়ের জন্য এই পাওয়ার হাউজকে গুঁড়িয়ে দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। উইন্ডিজ ম্যাচকে সামনে রেখে সাবেক উইন্ডিজ তারকা বলেছেন,
'ওরা এখন খেলছে। আমাদের কিছু পরিকল্পনা আছে ওদের জন্য। ওরা দুজন ভয়ঙ্কর খেলোয়াড়। আমাদের ওদের দমিয়ে রাখার চেষ্টা করতে হবে, আবার একই সাথে আউট করার চেষ্টা করতে হবে। তাহলে ম্যাচের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকবে।'
তবে শুধু গেইল এবং রাসেলই নয়, ওয়ালশ ভাবছেন পুরো উইন্ডিজ দলকে নিয়েই। জ্যাসন হোল্ডারের নেতৃত্বাধীন দলটিতে রয়েছেন শাই হোপ, শ্যানন গ্যাব্রিয়েল, শেল্ডন কর্টরেলদের মতো ক্রিকেটাররাও। সুতরাং জয়ের লক্ষ্যে খেলতে হলে দল হিসেবে ক্যারিবিয়ানদের পরাস্ত করতে হবে, মতামত ওয়ালশের। তাঁর ভাষ্যমতে,
'আমাদের পুরো ওয়েস্ট ইণ্ডিজ দলের দিকেও নজর দিতে হবে। কারন ওদের বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। আমরা যদি এক-দুইজনের দিক নজর দেই এবং তাদের বিপক্ষে ভালো করি, তাহলে ভালো। দিনশেষে আমাদের দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে পারফর্ম করতে হবে। আমি নিশ্চিত আমি সেটা করতে পারব।'
উল্লেখ্য আগামী ১৭ই জুন উইন্ডিজের বিপক্ষে টনটনে দ্যা কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে মাঠে নামবে বাংলাদেশ এবং উইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।