তিন প্রজন্মের ক্রিস গেইল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বিশ্বকাপে সব থেকে বয়স্ক এবং অভিজ্ঞ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। যদিও এটাই তাঁর শেষ বিশ্বকাপ, যেকারণে এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মরিয়া হয়ে আছেন তিনি।
১৯৯৯ সালে অভিষেক হওয়া এই ক্যারিবিয়ান এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলে ফেলেছেন তিন প্রজন্মের বোলারদের। ক্যারিয়ারের শুরুতে সামাল দিয়েছেন শোয়েব আখতার, ওয়াসিম আকরাম থেকে শুরু করে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন কিংবা মুত্তিয়া মুরালিধরনদের।
ক্যারিয়ারের মাঝ পথে এসে জেমস অ্যান্ডারসন, স্টুয়ারট ব্রডদের ছাড়াও মিচেল জনসন,ডেল স্টেইনদের বিপক্ষে নিজের জাত চিনিয়েছেন তিনি। আর শেষ বয়সে এসে খেলছেন মোহাম্মাদ আমির, জাসপ্রিত বুমরাহ বা কাগিসো রাবাদাদের বিপক্ষে।

নিজের পঞ্চম বিশ্বকাপে মাঠে নামা এই ব্যাটসম্যান ক্যারিয়ারে নানান উত্থান পতন দেখেছেন। তারপরও দেশের জন্য নিজের সেরাটা দেয়ার প্রত্যয় নিয়ে খেলে গিয়েছেন, ভেঙ্গেছেন নানান রেকর্ড নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ের পাতায়।
সব মিলিয়ে এই তিন প্রজন্মের বোলারদের বিপক্ষে খেলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন গেইল। এবারের বিশ্বকাপে তাঁকে পরীক্ষা দিতে হচ্ছে তরুণ জোফরা আর্চার বা কুলদিপ যাদবদের বিপক্ষেও। যেখানেও তিনি নিজের সহজাত ব্যাটিংটাই করছেন তিনি।
তিন প্রজন্মের বোলারদের বিপক্ষে সবথেকে বেশী গেইল খেলেছেন প্রথম প্রজন্মে বোলারদের। যেখানে তাঁর পরিসংখ্যান আকাশচুম্বী। ১৯৯৯ সাল থেকে ২০০৭ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭৬ ওয়ানডে খেলে ৬২৪৪ রান করেছেন এই ওপেনার। যেখানে ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, ব্যাটিং গড় প্রায় ৪০।
২০০৭ সালের পর টি-টুয়েন্টি ক্রিকেটের প্রচলন বেশী হওয়ার কারণে ওয়ানডের তুলনায় ক্রিকেটের ছোট ফরম্যাটেই রাজত্ব বেশী করেছেন গেইল। তারপরও ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপে ক্যারিবিয়ানদের জার্সিতে খেলেছেন এই ওপেনার।
২০০৮ সাল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত মাত্র ৯৩টি ওয়ানডে খেললেও ৩৪.২১ গড়ে রান করেছেন ২৯৭৭। মাঝের ৮ বছরে ৭টি শতক হাঁকিয়েছেন এই ওপেনার। ক্যারিয়ারের সেরা ২১৫ রানের ইনিংসটিও এসেছে দ্বিতীয় প্রজন্মের বোলারদের বিপক্ষে।
আর শেষ প্রজন্মে সব থেকে কম ওয়ানডে ম্যাচ খেলেছেন গেইল। ক্যারিয়ারের শেষ দিকে এসে টি-টুয়েন্টি লীগ মাতিয়ে বেড়ানো এই ওপেনার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মাত্র ২৩টি ওয়ানডেতে, যেখানে ১০০১ রান করার পাশাপাশি ৩টি শতক হাঁকিয়েছেন এই ওপেনার। এখানে তাঁর ব্যাটিং গড় প্রায় ৪৮।
পরিসংখ্যান বলছে নিজের ক্যারিয়ারে সব প্রজন্মের বোলারদের বিপক্ষে রানের দেখা পেয়েছেন গেইল। এখন পর্যন্ত ক্যারিয়ারের ২৯২ ওয়ানডেতে মোট ১০২২২ রান করেছেন ৩৮.১ গড়ে যেখানে তাঁর সেঞ্চুরির সংখ্যা মোট ২৫টি।