বিশ্বকাপের সেরা অধিনায়ক অ্যারন ফিঞ্চঃ ভন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা অধিনায়ক হিসেবে অ্যারন ফিঞ্চকে আখ্যা দিয়েছেন সাবেক ইংলিশ দলপতি মাইকেল ভন। এই ফিঞ্চের নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চাপের মুখে লড়াই করে জয় ছিনিয়ে এনেছিল অস্ট্রেলিয়া। এরপর পাকিস্তানের বিপক্ষেও তাঁর নেতৃত্বগুণে জয় পেয়েছিল অজিরা।
সেই ম্যাচে মাত্র চার জন স্পেশালিষ্ট বোলার নিয়ে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। পঞ্চম বোলার হিসেবে বোলিং করতে নেমে পাকিস্তানি ব্যাটসম্যানদের হাতে কিছুটা নাকাল হয়েছিলেন গ্ল্যান ম্যাক্সওয়েল। ৪৬তম ওভারটিতে তাই স্পিনার না এনে কেন রিচার্ডসনকে বোলিং দিয়েছিলেন ফিঞ্চ।

সে সময় জয়ের জন্য ৩০ বলে ৪২ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। হাতে ছিল একটি উইকেট। তবে সেই ওভারেই শাহিন শাহ আফ্রিদির রান আউটে ম্যাচ খুইয়ে বসে পাকিস্তান। শেষের দিকে স্পিনার না আনাতেই এই সাফল্য পেয়েছে অজিরা বলে মনে করছেন ভন। ফিঞ্চের অধিনায়কত্বের প্রশংসা করে তিনি বলেছেন,
'আমাকে অবশ্যই বলতে হবে যে অ্যারন ফিঞ্চ সেরা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত। আমার কাছে সে কৌশলগতভাবে সেরা অধিনায়ক। আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য সে তাঁর দলকে কৌশলগতভাবে পরিচালনা করেছে।
আর পাকিস্তানের বিপক্ষে একেবারে শেষের দিকে, যখন পরিস্থিতি কিছুটা উদ্বেগের ছিল অস্ট্রেলিয়ার জন্য তখন বোলিং আক্রমণে কৌশল দেখিয়েছে এবং সে জানতো ঐ সময় স্পিনারদের আনতে হবে।'
উল্লেখ্য এখন পর্যন্ত বিশ্বকাপে ৪ ম্যাচের ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে আছে অস্ট্রেলিয়া। আগামী ১৫ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে অ্যারন ফিঞ্চের দল।