আর্চারের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের পেস বোলার জোফরা আর্চারের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশদের জার্সিতে মাঠে নামলেও ক্যারিবিয়ানদের কাছে আর্চার পরিচিত মুখ বলে জানিয়েছেন কোচ ফ্লয়েড রেইফার।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ বংশোদ্ভূত আর্চার ইংল্যান্ডের হয়ে খেলছেন। বিশ্বকাপের ঠিক মাস খানেক আগে দলে সুযোগ পেয়ে ইংলিশদের স্কোয়াডে জায়গা পাকা করে নিয়েছেন এই পেসার।

ইংলিশ দলের বোলিং লাইন আপের মূল হাতিয়ারও হয়ে উঠেছেন এই তরুণ। শুক্রবার নিজ মাতৃভূমি উইন্ডিজের বিপক্ষে খেলবেন আর্চার। তবে তাঁকে নিয়ে তেমন চিন্তিত নন উইন্ডিজ কোচ। রেইফারের বিশ্বাস আর্চারের বিপক্ষে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা যথেষ্ট ভালোই খেলবে,
'সত্যি বলতে আমরা আর্চারকে অনেক আগে থেকেই চিনি, সে বার্বাডোজের, আমরাও সেখানকার। তাঁকে অনূর্ধ্ব ১৫,১৭ এবং ১৯ খেলতে দেখেছি, তাই সে আমাদের কাছে নতুন কেউ নয়।
সে দ্রুত গতিতে বোলিং বোলিং করছে, যার সঙ্গে আমরা পরিচিত। আমরা তাঁর চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছি। দেখা যাক শুক্রবারে কি হয়', বলেছেন উইন্ডিজ কোচ।
এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে মাত্র ১টি ম্যাচে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ বাতিল হওয়ায় ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে আছে দলটি।