'তামিম একজন গেম চেঞ্জার'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তামিমকে একজন গেম চেঞ্জার হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডস। তাঁর বিশ্বাস বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করার মতো যথেষ্ট ক্ষমতা রয়েছে বাংলাদেশ দলের এই ওপেনারের।
বাংলাদেশকে বর্তমান অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন তামিম। অনেক ম্যাচেই জয়ের ভিত গড়ে দিয়েছেন তিনি। ১১টি সেঞ্চুরির মালিক তামিমের ভূয়সী প্রশংসা করতে তাই কার্পণ্য করেননি ইংলিশম্যান রোডস,

'সে গেম চেঞ্জার। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং যে কারো জন্যই ঈর্ষনীয়। বিশ্ব ক্রিকেটে আধিপত্য করার মতো একজন ক্রিকেটার সে,' বলেছেন তিনি।
তবে শুধু রোডসই নন, তামিমের বন্দনায় মেতেছেন দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশও। তাঁর বিশ্বাস পরিকল্পনার সদ্ব্যবহার করতে পারদর্শী তামিম একজন উপযুক্ত সংগঠক হিসেবেও কাজ করতে পারেন। সাবেক এই উইন্ডিজ পেসার বলেছেন,
'তামিমের একটি ব্যাপার আমার ভালো লাগে যে সে জানে সে কি করতে চায় এবং গেম প্ল্যান সম্পর্কে সে অবগত এবং সে কি অর্জন করতে চায়। সে কঠোর পরিশ্রম করে। তাঁর ফিটনেস সম্ভবত এখন আগের থেকে অনেক ভালো। সে আমাদের দলের অন্যতম ভালো একজন ক্রিকেটার এবং সংগঠকও।'
উল্লেখ্য এবারের বিশ্বকাপে অবশ্য এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি তামিম। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১৬, ২৪ ও ১৯ রান। তবে যেকোনো সময় যে তামিম জ্বলে উঠতে সক্ষম তার নজির এর আগেও দেখিয়েছেন তিনি।