promotional_ad

ভারত ও উইন্ডিজের ম্যাচ দিয়ে শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছরের আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আইসিসির নতুন সংযোজন টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচটিতে মাঠে নামবে ভারত এবং তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ওয়েস্ট ইন্ডিজ।


বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভিরাট কোহলির ভারত। যেকারণে তাঁদের ম্যাচ দিয়েই শুরু হবে এই চ্যাম্পিয়নশিপ। আগস্টের চতুর্থ সপ্তাহ অর্থাৎ২২ তারিখ পর্দা উঠবে এই টুর্নামেন্টের। 



promotional_ad

দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়বে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে অ্যান্টিগাতে। প্রথম ম্যাচটি ভিভ রিচার্ড ক্রিকেট গ্রাউন্ড ও দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে হবে সাবিনা পার্কে।


২০২১ সালের আগস্ট মাস থেকে টানা ২ বছর চলবে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ। যেখানে টেস্ট খেলুড়ে ১২টি দেশের মধ্যে মোট ৯টি দেশ অংশ নিবে এই টুর্নামেন্টে। 


২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোতে কমপক্ষে ১২০ পয়েন্ট পেতে হবে। যার মধ্য থেকে শীর্ষে থাকা দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে ফাইনাল। 



২০১৮ থেকে ২০২৩ সালের এফটিপি ও টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরেও দলগুলো ম্যাচ আয়োজন করতে পারবে। তবে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না।


এই টেস্ট সিরিজের আগে নিজেদের মধ্যে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত এবং উইন্ডিজ। রঙ্গিন জার্সির সিরিজ শেষ হলেও ১ সপ্তাহ বিরতি দিয়ে শুরু হবে সাদা পোশাকের লড়াই। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball