আইসিসিকে হোল্ডিংয়ের হুমকি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে আম্পায়ারিং ইস্যুতে আইসিসিকে এক হাত নিয়েছেন উইন্ডিজ কিংবদন্তী ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং। তাঁর বিশ্বাস খেলাটি ক্রিকেট বলেই যথেচ্ছা ভুল করেও পার পেয়ে যাচ্ছেন অফিসিয়ালরা।
অস্ট্রেলিয়া এবং উইন্ডিজের মধ্যকার ম্যাচ শেষে আম্পয়ারিংয়ের কড়া সমালোচনা করেছিলেন হোল্ডিং। কিন্তু তার এই প্রতিবাদ পছন্দ না হওয়ায় তাঁকে মেইল বার্তা দিয়ে সাবধান করে দিয়েছিল আইসিসি। এরপরে অবশ্য আরও তেতে উঠেছেন এই ক্যারিবিয়ান। আরও কঠোর ভাষায় আইসিসিকে তিনি ফিরতি বার্তায় লিখেছেন,

'যদি এ আম্পায়াররা ফিফার অফিসিয়াল হতো তাহলে তখনই ব্যাগ গুছিয়ে বাড়ির পথ ধরতে হতো। বিশ্বকাপে তাদের আর কোনও ম্যাচে সুযোগ দেওয়া হতো না। একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি বলতে চাই ক্রিকেট আরও উঁচু মানের হওয়া উচিৎ। একজন আম্পায়ার খারাপ কাজ করলেও তাকে রক্ষা করা কি এখানকার নীতি?'
শুধু তাই নয়, হোল্ডিং সাফ জানিয়ে দিয়েছেন এভাবে চুপ করে ভুল সহ???য করা তাঁর পক্ষে সম্ভবপর নয়। চাইলে নিজ বাড়িতে ফিরে যেতেও রাজি তিনি। আইসিসিকে তিনি লিখেছেন, ‘দুঃখিত আমি এর অংশ হতে চাই না। দয়া করে আমাকে বলে দিলে আমি তাহলে কার্ডিফ না গিয়ে নিউমার্কেটে আমার বাড়িতে ফিরে যাই। এখানে যা বলা হয়েছে আমি তার সঙ্গে একমত নই। আমি খুশি এর অংশ না হওয়ায়।
উল্লেখ্য ঘটনার মূল সূত্রপাত হয়েছিল বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং উইন্ডিজের মধ্যকার ম্যাচটিতে। সেই ম্যাচে আম্পায়ারিং নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছিল। অজি পেসারদের প্রায় প্রতিটি আবেদনেই আউট দিচ্ছিলেন নিউজিল্যান্ডের আম্পায়ার ক্রিস গিফানি। পাঁচবার রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলাতে বাধ্যও হন তিনি।
সবথেকে বড় ভুল গিফানি করেছিলেন ক্রিস গেইলের বিপক্ষে। তাঁর বিরুদ্ধে তিনবার এলবিডব্লিউ দিয়েছেন তিনি। যার মধ্যে প্রথম দুটিতে রিভিউ নিয়ে বেঁচেছিলেন ক্যারিবিয়ান ওপেনার। কিন্তু পরেরটিতে আম্পায়ার্স কলে ফিরতে হয় তাঁকে। তবে সেটি নিয়েও হয়েছে আরেক কান্ড।
মিচেল স্টার্কের করা যে বলটিতে আউট হয়েছিলেন গেইল তার ঠিক আগের বলটি নো ছিল। কিন্তু গিফানির চোখ এড়িয়ে যাওয়ায় সেই বল বৈধতা পেয়েছিল। নো দিলে পরের বলটি ফ্রি হিট হিসেবে গণ্য হতো এবং বেঁচে যেতেন গেইল। তবে সেটি আর হয়নি আম্পায়ারের বদৌলতে। শেষ পর্যন্ত ম্যাচটিতে ১৫ রানের জয় পায় অজিরা। আর এতে আরও বেশি সমালোচনা হচ্ছে আম্পায়ারিং নিয়ে।