ধাওয়ানের অনুপস্থিতিকে কাজে লাগাতে চায় নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে বিশ্বকাপ থেকে তিন সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষেও এই ওপেনারকে ছাড়াই মাঠে নামবে ভিরাট কোহলিরা।
বাঁহাতি এই ওপেনারের অনুপস্থিতি ভারতের জন্য বড় ধাক্কা হলেও নিউজিল্যান্ডের জন্য সুবিধা হিসেবে দেখছেন কিউই অভিজ্ঞ ক্রিকেটার রস টেইলর। আর সেই সুযোগটাকেই কাজে লাগাতে মরিয়া হয়ে আছেন তাঁরা।

ধাওয়ান না থাকায় বোল্ট-সাউদিরা একটু কম চাপের মধ্যে থাকবেন বলে ধারণা তাঁর। যেহেতু ভারত এখন ডানহাতি-বাঁহাতি ওপেনিং কম্বিনেশন তৈরি করতে পারছে না তাই এই ম্যাচ থেকে ইতিবাচক কিছু আশা করছেন টেইলর।
'অবশ্যই শিখরকে হারানোটা ভারতের জন্য বড় ধাক্কা। তার ও রোহিত শর্মার খুব ভালো একটা জুটি আছে। আর আমি মনে করি, তারা একে অন্যের পরিপূরক কারণ তাদের একজন বাঁহাতি, আরেকজন ডানহাতি।
'আমি মনে করি, অনেক দিন ধরে আমাদের একই রকমের ভারসাম্যপূর্ণ একটা দল আছে। আর আপনার যখন ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন থাকবে, প্রতিপক্ষের বোলারদের ওপর এটা নানাভাবে চাপ তৈরি করবে।'
'ইংল্যান্ডের অনেক মাঠেই একদিকের সীমানা ছোট। আর আপনার যদি দুইজন ব্যাটসম্যানই ডানহাতি বা দুজনেই বাঁহাতি হয়, তবে আপনি এটার ততটা সুবিধা নিতে পারবেন না' টেইলর জানান।
রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৭ রানের ইনিংস খেলার পথে প্যাট কামিন্সের বলে বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট পান ধাওয়ান। তাঁর অনুপস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধবেন লোকেশ রাহুল।
বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। দুই দলই এখন পর্যন্ত কোন ম্যাচ হারে নি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।