promotional_ad

বাংলাদেশের ঘাটতি দেখালেন রোডস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর সাথে বাংলাদেশের পার্থক্য তুলে ধরেছেন কোচ স্টিভ রোডস। তাঁর মতে কোয়ালিটির দিক থেকে এখনও কিছুটা  পিছিয়ে রয়েছে বাংলাদেশ। যদিও দলের খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই তাঁর। 


এবারের বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর থাকা টাইগাররা নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেও অসাধারণ পারফর্ম করেছিল। যদিও কিছু ভুলের কারণে সেই ম্যাচটি আর জেতা হয়নি তাদের।  



promotional_ad

এরপর ইংল্যান্ডের কাছেও হারতে হয়েছে বড় ব্যবধানে। তবে দলের খেলোয়াড়দের প্রতি আস্থা রয়েছে রোডসের। নিজেকে উজাড় করে দিয়ে খেলার মতো বেশ কিছু খেলোয়াড় আছে দলে বলেই উত্তরোত্তর উন্নতি করতে পারছে বাংলাদেশ, মনে করছেন এই ইংলিশ কোচ। ক্রিকইনফোর সাথে আলাপকালে তিনি বলেছেন,  


'আমাদের বড় দলগুলোর বিপক্ষে প্রতিযোগিতা করার অধিকার রয়েছে। অবশ্য কোয়ালিটির দিক থেকে বড় দলগুলোর থেকে আমাদের কিছুটা ঘাটতি রয়েছে। তবে আমি বলবো যে আমাদের এমন কিছু ক্রিকেটার আছে যারা যথেষ্ট চেষ্টা করে এবং নিজেদের উজাড় করে দিয়ে খেলে। আমাদের বেশ সামর্থ্যও আছে। সাকিব অসাধারণ খেলছে।' 


ব্যাট হাতে বর্তমানে ভালো ফর্মে আছেন বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিম ইকবালের সাথে দলকে একটি ভালো শুরু এনে দেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সৌম্য। অপরদিকে ফর্মে আছেন লিটন দাস, মিরাজ এবং মুস্তাফিজরাও। তাঁদের উদাহরণ টেনে রোডস বলেছেন,  



'সৌম্য নিজেকে খুঁজে পাচ্ছে। লিটন ভালো ফর্মে আছে, যদিও সে খেলছে না। সাব্বির গত নিউজিল্যান্ড সফরে সেঞ্চুরি হাঁকিয়েছিল এবং মিরাজ গত দুই তিন বছর দারুণ বোলিং করছে। মুস্তাফিজ এবং সাইফুদ্দিনের কথা কেউ উল্লেখ করেনি, তাঁরা উঠে এসেছে। সুতরাং আমি মনে করি আমরা আরো শক্তিশালী হয়ে উঠছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball